শেষ আপডেট: 28th March 2025 14:34
দ্য ওয়াল ব্যুরো: ফের রাজ্য বনাম রাজ্যপালের সংঘাতের ইঙ্গিত!
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পরিস্থিতি নিয়ে এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসকে ( Governor CV Ananda Bose) দায়ী করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। একই সঙ্গে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়েও রাজ্যপাল বালখিল্যপনা করছেন বলেও অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী।
ব্রাত্যর কথায়, "রাজ্যপাল যাদবপুরে স্থায়ী উপাচার্য দিতে পারতেন। মুখ্যমন্ত্রী তো তালিকাও দিয়েছিলেন। কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর তালিকা গ্রহণ না করে যাদবপুরে অচলাবস্থা তৈরি করলেন। যা করছেন, তাতে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বালখিল্য আচরণ করছেন।" এ ব্যাপারে রাজ্যপালের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।
ঘটনার সূত্রপাত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তের (Bhaskar Gupta) মেয়াদ শেষের আগেই তাঁকে অব্যাহতি দিয়েছে রাজভবন (Raj Bhavan)। চিঠি দিয়ে উল্লেখ করে হয়েছে এই মুহূর্ত থেকে তিনি আর যাদবপুরের দায়িত্বে থাকছেন না।
ভাস্কর গুপ্তের 'প্রফেসরশিপ'-এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩১ মার্চ। তার আগেই ভাস্কর গুপ্তকে অব্যাহতি দেওয়া হল। যা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু বলেন, ক'দিন আগেই আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়ে মেয়াদ শেষের আগে স্থায়ী উপাচার্য পদে নিয়োগ চেয়ে চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু তাতে গুরুত্ব না দিয়ে যাদবপুরকে উপাচার্যহীন করে অচলাবস্থা তৈরি করলেন রাজ্যপাল।
সম্প্রতি বেসরকারি বিল নিয়ে রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত সামনে এসেছে। এরই মধ্যে এবার স্থায়ী উপাচার্য় নিয়োগ নিয়েও ফের প্রকাশ্যে দু'পক্ষের মতান্তর।