শেষ আপডেট: 24th August 2023 06:10
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাজভবনে জরুরি বৈঠক ডাকলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যের রাজ্যপাল () সিভি আনন্দ বোস। মিটিংয়ে তলব করা হয়েছে নতুন উপাচার্যকে। সূত্রের খবর, রাজভবনে পর্যালোচনা অর্থাৎ রিভিউ মিটিং হবে। বৃহস্পতিবার সকাল ১০টা ৪০মিনিটে বৈঠক শুরুর কথা।
ছাত্রমৃত্যুর পর বর্তমানে যাদবপুরের কী পরিস্থিতি, তা নিয়ে পর্যালোচনা করতেই এদিনের বৈঠক বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগেও রাজভবনে যাদবপুর বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বৈঠক ডেকেছিলেন আচার্য আনন্দ বোস। সেই কোর্ট মিটিংয়ের পরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ করেছিলেন তিনি। এছাড়া যাদবপুরের সামগ্রিক পরিস্থিতি নিয়েও বিশদে আলোচনা হয়। গঠিত হয় অ্যান্টি র্যাগিং কমিটিও।
এরমধ্যেই ফের একবার রাজভবনে জরুরি তলব নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিন রাজ্যপালের ডাক পেয়ে তড়িঘড়ি সেখানে আসেন ভারপ্রাপ্ত অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ। সেখানে আসেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়ও। মনে করা হচ্ছে, রাজ্যপালের তৈরি করা অ্যান্টি র্যাগিং কমিটির মাথায় তিনি থাকার ফলে বৈঠকে উপস্থিত হয়েছেন। তবে আজকের মিটিংয়ে কী কী বিষয়ে আলোচনা হবে, তা এখনও নিশ্চিত নয়।
যাদবপুর হস্টেলের ক্যান্টিন কর্মীদের তলব! কী জানতে চায় পুলিশ