শেষ আপডেট: 16th September 2024 20:44
দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা নিয়ে রাজ্যকে চিঠি দিল রাজভবন। রাজ্যপাল সিভি আনন্দ বোস এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়েছেন। সোমবার সন্ধেয় সেই সংক্রান্ত চিঠি গেছে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের কাছে। একই সঙ্গে এই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তাকে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে যে পরীক্ষা সংক্রান্ত দুর্নীতি হয়েছে এবং দুর্নীতির পিছনে যে মাফিয়া চক্র কাজ করেছে তা তদন্ত সিবিআই করুক, রাজ্যপালের দাবি এমনটাই।
আরজি কর হাসপাতালের ঘটনা নিয়ে যখন তোলপাড় রাজ্য, সেই সময়ই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের দুর্নীতি এবং 'মাফিয়া রাজ' নিয়ে সরব হন চিকিৎসক এবং জুনিয়র ডাক্তারদের একাংশ। তারপরই একে একে অভিযোগ উঠতে থাকে। স্বাভাবিকভাবেই আরজি করের ঘটনার মাঝে আরও চাপ বাড়ে সরকারের ওপর। সেই চাপ কার্যত আরও বাড়িয়ে দিল রাজ্যপালের এই চিঠি।
বর্তমানে আরজি করের চিকিৎসক ধর্ষণ-খুন এবং হাসপাতালের আর্থিক দুর্নীতির তদন্ত করছে সিবিআই। দুই ইস্যুতেই গ্রেফতার হয়েছেন একাধিকজন। এবার উত্তরবঙ্গের কলেজের অভিযোগের প্রেক্ষিতেও সিবিআই তদন্তের দাবি উঠে গেল। যদিও এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি রাজ্যপালের এই চিঠির।
আরজি কর কাণ্ডের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ট অভীক দে ও বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে 'উত্তরবঙ্গে লবি' করার অভিযোগ এসেছে। দুজনের বিরুদ্ধেই নানা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে 'দাদাগিরি' করার অভিযোগ রয়েছে। তাঁদের রাজ্যের স্বাস্থ্য দফতর তো বটেই, রাজ্য মেডিক্যাল কাউন্সিলও সাসপেন্ড করে।