শেষ আপডেট: 6th March 2025 19:43
দ্য ওয়াল ব্যুরো: গত শনিবার থেকে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। পরিস্থিতির মোকাবিলায় এবার বিশেষ বৈঠক ডাকলেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)।
সূত্রের খবর, যাদবপুর নিয়ে আগামীকাল শুক্রবার বৈঠক ডেকেছেন রাজ্যপাল। বৈঠকে উপাচার্যকে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। এদিকে ঘটনার পর থেকেই অসুস্থ যাদবপুরের উপাচার্য ভাস্কর গুপ্ত। চিকিৎসকদের পরামর্শে, বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ফলে রাজ্যপালের ডাকা বৈঠকে উপাচার্য আদৌ শরীরে উপস্থিত থাকবেন নাকি ভার্চুয়ালি উপস্থিত হবেন নাকি তার হয়ে বৈঠকে যোগ দেবেন বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডাররা তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।
ওয়েবকুপার সম্মেলনকে ঘিরে শনিবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল যাদবপুরে। বিক্ষোভের মুখে পড়তে হয় শিক্ষামন্ত্রীকেও। গোটা ঘটনায় বুধবার রাজ্যকে তীব্র ভর্ৎসনা করে হাইকোর্টও। তারপরই এদিন শিক্ষামন্ত্রী-সহ বেশ কয়েকজনের নামে এফআইআর রুজু করেছে পুলিশ। তারপরই যাদবপুর নিয়ে আগামীকাল বৈঠক ডাকলেন রাজ্যপাল। ফলে বৈঠক থেকে সমাধান সূত্র বের হয় কিনা, তাও দেখার।