শেষ আপডেট: 1st October 2023 22:41
দ্য ওয়াল ব্যুরো: রাজ্য-রাজ্যপাল সংঘাত যেন থামার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। গত কয়েক মাসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে প্রায় প্রতিদিনই উপাচার্য সহ একাধিক বিষয়ে মতবিরোধ হয়েছে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। তবে ব্রাত্যর পর এবার রাজ্যপালের নিশানায় কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদের পদ নিয়েই এবার প্রশ্ন তুললেন রাজ্যপাল।
ফিরহাদ হাকিম কলকাতার মেয়র, সেই সঙ্গে তিনি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। রাজ্যপাল সি ভি আনন্দ বোসের প্রশ্ন কীভাবে একই সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত থাকতে পারেন ফিরহাদ হাকিম। জানা গেছে, রাজ্যপাল বোস একটি চিঠি পাঠিয়েছেন রাজ্য সরকারকে। সেখানে রাজ্যপালের তরফে প্রশ্ন তোলা হয়েছে 'এটা কী অফিস অফ প্রফিটের মধ্যে পড়ছে?'
অর্থাৎ একেবারে সরাসরি রাজ্যপাল আঙুল তুললেন ফিরহাদের দিকে। জানতে চাইলেন, এইভাবে একই সঙ্গে দুটি পদে আসীন থাকার সঙ্গে লাভজনক পদের বিষয়টি কী জড়িত? রাজ্যপালের এই প্রশ্নের এখনও কোনও জবাব যদিও মেলেনি রাজ্য সরকারের তরফে।
প্রসঙ্গত, এই মুহূর্তে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে এমনিতেই কোণঠাসা হয়ে রয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। রাজ্যের ক্রমবর্ধমান ডেঙ্গি পরিস্থিতির জন্য তাঁকেই কাঠগড়ায় তুলছেন বিরোধীরা। এই পরিস্থিতিতে রাজ্যপালের এই প্রশ্ন বিরোধীদের অভিযোগকেই মান্যতা দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার রাজ্যপালের এই প্রশ্নের কী জবাব দেন ফিরহাদ।