শেষ আপডেট: 6th March 2025 12:32
দ্য ওয়াল ব্যুরো: প্রশাসনিক প্রধানের (Chief Minister) বিরুদ্ধে হাইকোর্টে (Calcutta High Court ) মামলা ঠুকেছিলেন সাংবিধানিক প্রধান (Governor)।
গত বছর থেকে কলকাতা হাইকোর্টে চলা ওই মামলা মিটিয়ে ফেলার জন্য দু'পক্ষকেই নিদান দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও-এর বেঞ্চ।
বিচারপতির পর্যবেক্ষণ, 'দুই প্রশাসনিক প্রধান আদালতে লড়াই করছে, এটা কারও জন্যই ভাল নয়!'
গত বছর লোকসভা ভোটের সময় রাজ্যের দুই বিধানসভাতেও নির্বাচন হয়েছিল। জয়ী বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে সামনে এসেছিল রাজ্যপাল বনাম বিধানসভার দ্বন্দ্ব। যার জেরে প্রকাশ্যেই রাজ্যপালের বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগ উঠেছিল মুখ্যমন্ত্রী এবং দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেন এবং তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে।
ওই ঘটনায় মুখ্যমন্ত্রী-সহ চারজনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্যপাল। সম্প্রতি রাজভবনের তরফে আদালতে হলফনামাও জমা দেওয়া হয়েছে। অন্যদিকে সংশ্লিষ্ট মামলায় সম্প্রতি আইনজীবী বদলেছেন মুখ্যমন্ত্রীও। মুখ্যমন্ত্রীর হযে মামলা লড়েন আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও।
বুধবার ওই মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দু'পক্ষকে আদালতের বাইরে বসে সমস্যা সমাধানের পরামর্শ দেয়।
মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী গোপাল মুখোপাধ্যায় বলেন, “দু’পক্ষকে বসে সমস্যা মিটিয়ে ফেলার যে কথা বলা হচ্ছে, তা নির্দেশে উল্লেখ করা হোক।” তখনই চায়ের আড্ডার প্রসঙ্গটি টেনে আনেন মুখ্যমন্ত্রীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হাসিমুখে সম্মতি জানান বিচারপতি।
এখন দেখার মামলার সমস্যা সমাধানে কবে চায়ের আড্ডায় মুখোমুখি হন মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল।