শেষ আপডেট: 29th December 2024 18:26
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে অশান্ত পরিবেশের মধ্যে এপার বাংলায় দাপাদাপি বাড়ছে জঙ্গিদের। নকল পাসপোর্ট বানিয়ে ওপার বাংলা থেকে ভারতে অনুপ্রবেশ করছে বাংলাদেশিরা। অভিযোগ, ভুয়ো আধার বানিয়ে তা দেখিয়েই তৈরি হচ্ছে জাল পাসপোর্ট। সম্প্রতি বাংলায় জালিয়াতি সামনে আসতেই নড়চড়ে বসল রাজ্য।
জানা যাচ্ছে, পাসপোর্ট যাতে সঠিক ভাবে যাতে ভেরিফিকেশন হয় সে জন্য চালু করা হচ্ছে একটি অ্যাপ। অ্যাপের মাধ্যমে যাবতীয় নথি অনলাইনে ভেরিফিকেশন করা হবে। তারপর পুলিশ আবেদনকারীর বাড়িতে যাবেন এবং সেখানে ভেরিফিকেশনের পর পুলিশ আবেদনকারীর পাশাপাশি নিজের ছবি তুলবেন। যাতে বোঝা যাবে সংশ্লিষ্ট আবেদীনকারীর পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে কোন পুলিশকর্মী যুক্ত রয়েছেন। এতে সহজেই এড়ানো যাবে সমস্যা।
এদিকে জাল পাসপোর্টের রমরমা কারবার রুখতে এবং সন্ত্রাস দমনে সর্বদা সজাগ ও তৎপর কলকাতা তথা পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন। রবিবার লালবাজারে সাংবাদিক সম্মেলন করে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানিয়েছেন, ‘বাংলাদেশে যাই ঘটুক না কেন, সেই সুযোগে এপারে কোনও অপরাধ ঘটতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, কলকাতা তথা রাজ্য়ের পুলিশ সক্রিয় ও সচেতন রয়েছে বলেই ভিনরাজ্য থেকে আসা সন্ত্রাসবাদীকে পাকড়াও করা সম্ভব হয়েছে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিমও।
রাজীব কুমার মনে করিয়ে দেন, ‘পাসপোর্টের ঠিকানা ভেরিফাই করার ক্ষেত্রে কোনও ভূমিকা নেই পুলিশের। পাসপোর্ট অথরিটি সেই নির্দেশ দিয়ে রেখেছে। আমরা বলেছি, এটা পরিবর্তন করতে হবে।'
পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, ‘বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে পাসপোর্ট ভেরিফিকেশনের যে গাইড লাইন দেওয়া রয়েছে, তা বিভ্রান্তিকর বলেই এত সমস্যা হচ্ছে। যেমন বর্তমানে পাসপোর্ট ভেরিফাই করার জন্য পুলিশ কারও বাড়িতে যেতে পারে না, কাউকে থানায় ডাকতেও পারে না। আর সেই সুযোগেই জালিয়াতির ঘটনা ঘটছে।’
জানা গেছে, এই অ্যাপের মাধ্যমে আধার কার্ড স্ক্যান করা হবে। তাতে সহজেই বোঝা যাবে সংশ্লিষ্ট আবেদনকারীর আধার আসল নাকি জাল। প্রসঙ্গত, তথ্য ভেরিফিকেশন নিয়ে বেজায় ক্ষোভ প্রকাশ করেছিলেন আলিপুর আদালতের বিচারক। তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যারা ভেরিফিকেশন করেছিল তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি কেন তানিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন। তারপরই এমন সিদ্ধান্ত নিল রাজ্য।