শেষ আপডেট: 1st February 2025 17:55
দ্য ওয়াল ব্যুরো: মহাকুম্ভে গিয়ে বিপদে পড়েছেন? মশকিল আসান হবে এক ফোনেই। যে কোনও জরুরি পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হেল্পলাইন নম্বর চালু করল নবান্ন। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে চালু করা নম্বরটি হল ০৩৩২২১৪-৩৫২৬। টোল ফ্রি নম্বরটি হল ১০৭০।
প্রয়াগরাজে মহাকুম্ভে যোগ দিতে বাংলা থেকে প্রতিদিন বহু মানুষ যাচ্ছেন। ১৪৪ বছর পর ত্রিবেণী যোগ পড়েছে মহাকুম্ভে। বুধবার রাতে মৌনী অমাবস্যা উপলক্ষে ছিল দ্বিতীয় 'শাহী স্নান'।
মহাকুম্ভের বিপর্যয়ে কোনও বাঙালি আটকে রয়েছে কিনা তা জানতে ক্রমাগত উত্তরপ্রদেশের যোগী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে নবান্ন।
রাত ২টো নাগাদ সঙ্গমে স্নানের উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন বহু পুণ্যার্থী। ১০ হাজারের বেশি মানুষ একসঙ্গে স্নান করতে ভিড় জমান। চূড়ান্ত ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। যার জেরে পদপিষ্টের ঘটনা ঘটে প্রয়াগরাজের মহাকুম্ভে। মৃত্যু হয়েছে অন্তত ৩০ জনের।
মহাকুম্ভের বিপর্যয়ে কোনও বাঙালি আটকে রয়েছে কিনা তা জানতে ক্রমাগত উত্তরপ্রদেশের যোগী সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে নবান্ন। এখনও নিখোঁজ বাংলার অন্তত সাত জন। এই আবহেই হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য সরকার।