শেষ আপডেট: 10th February 2022 09:53
দ্য ওয়াল ব্যুরো : রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসি-র (LIC) ইনিশিয়াল পাবলিক অফারিং (IPO) ছাড়া হবে শীঘ্র। সরকার ওই সংস্থার পাঁচ শতাংশ শেয়ার বেচে ফেলার কথা ভাবছে। এলআইসি-র ৬৩২ কোটি শেয়ারের মধ্যে ৩১.৬ কোটি শেয়ার বাজারে ছাড়ার পরিকল্পনা আছে। কোম্পানির ‘এমবেডেড ভ্যালু’ (Embedded Value) বর্তমানে ৫.৪ লক্ষ কোটি টাকা। কোভিড অতিমহামারীর ফলে দেশে বাজেট ঘাটতি বেড়েছে। ঘাটতি মেটানোর জন্যই এলআইসি-র আইপিও বাজারে ছাড়ার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে ৩৭ হাজার কোটি টাকার বেশি উঠতে পারে বলে মনে করা হচ্ছে।