শেষ আপডেট: 11th July 2024 21:21
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম মেদিনীপুরে শীঘ্রই ইস্পাত কারখানা তৈরির কাজ শুরু হবে। গত জুন মাসে এমনটাই জানিয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
সেটা যে স্রেফ কথার কথা ছিল না, নবান্নের তৎপরতা থেকেই তা স্পষ্ট। সূত্রের খবর, গড়বেতার চন্দ্রকোণা রোডে ফিল্ম সিটি তৈরির জন্য বরাদ্দ ৩১৮ একর জমি রাজ্যের শিল্প উন্নয়ন নিগমকে দু'দিন আগেই হস্তান্তর করেছে রাজ্য ভূমি ও ভূমি রাজস্ব দফতর। ওই জমিই সৌরভের প্রস্তাবিত ইস্পাত কারখানা করার জন্য নির্দিষ্ট করা হয়েছে। এ ব্যাপারে আগামীকাল শুক্রবার বৈঠকে বসতে চলেছে রাজ্য শিল্প উন্নয়ন নিগম।
গত বছরের সেপ্টেম্বর মাস। ১২ দিনের স্পেন সফরে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশ থেকে বাংলায় বিনিয়োগ আনাই ছিল প্রধান লক্ষ্য। মমতার এই স্পেন সফরে মাদ্রিদের শিল্প সম্মেলন থেকে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ঘোষণা করেছিলেন, শালবনিতে তিনি ইস্পাত কারখানা তৈরি করবেন।
মেদিনীপুরের শালবনির জমিতে জিন্দল গোষ্ঠী একসময় ইস্পাত শিল্প গড়ে তোলার কথা বলেছিল। তবে তা বাস্তবায়িত হয়নি। তাই সৌরভের ঘোষণা পর বেশ খুশি ছিলেন শালবনির মানুষ। তবে ওই জমি হস্তান্তর নিয়ে জটিলতা তৈরি হওয়ায় কারখানার জন্য স্থান পরিবর্তন করার সিদ্ধান্ত নেন সৌরভ।
সৌরভের ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, শালবনিতে জমি পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছিল। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেন সৌরভ। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরই এবিষয়ে সমাধানসূত্র বেরোয়। এরপর গত জুন মাসে সৌরভ নিজেই জানান, শালবনিতে নয়, গড়বেতায় কারখানা গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাক্তন বিসিসিআই প্রধানের কথায়, গড়বেতায় কারখানা হলে অনেক কর্মসংস্থান হবে। আগামী তিন-চার মাসের মধ্যে কারখানার রূপরেখার নিয়ে আভাস পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি।