Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
‘সাহায্য চাই’ বলে ফোন, হোটেলে ডেকে ব্ল্যাকমেল! মহারাষ্ট্রে এক মহিলার হানিট্র্যাপে IPS-সহ বহু কর্তা'আরজি করের তদন্তে গাফিলতি বলেই বাড়ছে ধর্ষণের ঘটনা', সিবিআইকে নির্যাতিতার পরিবারখুশির হাওয়া বলিউডে, কন্যাসন্তান এল সিদ্ধার্থ-কিয়ারার ঘরেকে বলবে বয়স ৫১! শরীরে পাতলা বিকিনি, ইতালির সমুদ্রে জলকেলি 'মৎস্যকন্যা' মালাইকারখুব শীঘ্রই আসছে ‘বজরঙ্গী ভাইজান ২’? ইঙ্গিত দিলেন পরিচালক কবির খানকোলাপুরি চপ্পল নিয়ে সমালোচনার মুখে পড়েছিল প্রাডা, এবার মহারাষ্ট্রে এল তাদের টিমস্টান্টে বাজিমাত শাহরুখের! মাথা দিয়ে কাচ ভাঙতেই অনুরাগীরা বলছে, 'এটাই তো কিং ম্যাজিক’ফড়েরা লাভের গুড় খেয়ে যাচ্ছে! আলুর দাম নিয়ে চাষিদের মধ্যে চরম অসন্তোষকাস্টমস চেকিংয়ে আটকানোর পর পাঠচক্রের কাছে হেরে গেল ইস্টবেঙ্গল'মোহনবাগান রত্ন' পাচ্ছেন টুটু বোস, সেরা ফুটবলার আপুইয়া, দেখে নিন তালিকা

রং দেখে ক্ষতিপূরণ দিচ্ছে সরকার, বঞ্চিতর তালিকা দীর্ঘ! একুশের ভোট হিংসা নিয়ে মামলা হাইকোর্টে

রং দেখে ক্ষতিপূরণ দিচ্ছে সরকার, বঞ্চিতর তালিকা দীর্ঘ! একুশের ভোট হিংসা নিয়ে মামলা হাইকোর্টে

শেষ আপডেট: 9 October 2023 07:21

দ্য ওয়াল ব্যুরো: একুশের বিধানসভা ভোটের সময় রাজনৈতিক হিংসার ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছিলেন। আহতর সংখ্যাও অনেক। অভিযোগ, ভোটের পর প্রায় আড়াই বছর অতিক্রান্ত হলেও ক্ষতিগ্রস্তদের অধিকাংশই এখনও ক্ষতিপূরণ পাননি। এমনকী হাতে গোনা কয়েকজন ক্ষতিপূরণ পেলেও রং দেখে সরকার ক্ষথিপূরণ দিচ্ছে বলে অভিযোগ।

সোমবার এ বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করলেন বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। প্রিয়াঙ্কার অভিযোগ, “একুশের বিধানসভা ভোটে রাজ্য জুড়ে ব্যাপক হিংসার ঘটনা ঘটেছিল। বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছিল। অথচ ঘটনার আড়াই বছর পরেও ক্ষতিগ্রস্তদের অনেকেই ক্ষতিপূরণ পাননি। রং দেখে সরকার ক্ষতিপূরণ দিচ্ছে।”

ইতিমধ্যে ডিভিশন বেঞ্চ মামলা দায়ের অনুমতি দিয়েছে। সূত্রের খবর, চলতি সপ্তাহেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সংশ্লিষ্ট মামলার শুনানি হবে।

উল্লেখ্য, গত ৮ জুলাই অনুষ্ঠিত হয়েছে রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ভোট। সরকারি সূত্রের দাবি, ভোটের হিংসায় ১৯ জনের মৃত্যু হয়। ফল প্রকাশের পরই গত ১৩ জুলাই নবান্ন থেকে সাংবাদিক বৈঠকেই নিহতদের পরিবারদের জন্য ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ও চাকরির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। আহতদেরও সরকারিভাবে যথাযত সাহায্যের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়।

আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, “দেখতে দেখতে লোকসভা ভোট চলে এল। এখনও গত বিধানসভা ভোটের ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পেলেন না। তাই আদালতের দ্বারস্থ হয়েছি।


ভিডিও স্টোরি