শেষ আপডেট: 20th October 2024 13:34
দ্য ওয়াল ব্যুরো: জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানাতে এবার শহিদ মিনারে প্রতীকী অনশনে বসলেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা।
রবিবার সকাল থেকে শহিদ মিনারের পাদদেশে সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ-সহ ৭০ জন ২৪ ঘণ্টার প্রতীকী আমরণ অনশনে বসেছেন। তাঁদের সঙ্গে অনশন কর্মসূচিতে যোগ দিয়েছে কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থার কয়েকজন সদস্যও।
এরই পাশাপাশি 'থ্রেট কালচারের'র প্রতিবাদে আগামী ২৯ অক্টোবর প্রতিটি সরকারি অফিসে দুপুর ২ টো থেকে ৪টে পর্যন্ত প্রতীকী বিক্ষোভের সিদ্ধান্ত নিয়েছেন নেতৃত্ব। ভাস্করবাবু বলেন, "থ্রেট কালচার তো এখন সর্বত্র। এই যে সামনে ৬টা বিধানসভায় উপ নির্বাচন হবে, ওখানেও তো সেই থ্রেট কালচার দেখা যাবে!"
আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় অনশন চালিয়ে যাচ্ছেন ডাক্তারি পড়ুয়ারা। শনিবার মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব ধর্না মঞ্চে আসেন। তাঁদের ফোন থেকে অনশনকারীদের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী। তবে যেভাবে অনশন প্রত্যাহার করলে তবেই বৈঠক বলে নবান্নের তরফে রাতে ই-মেল এ জানানো হয়েছে, তাতে জটিলতার অবসান নিয়ে ফের সংশয় তৈরি হয়েছে।
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, "জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবিই ন্যায়সঙ্গত। সরকারের উচিত অবিলম্বে ওদের দাবি মেনে নেওয়া।"
বস্তুত, বকেয়া মহার্ঘ ভাতা, শূন্য পদে স্থায়ী নিয়োগ , যোগ্য অস্থায়ী কর্মীদের স্থায়ী করণের দাবিতে ৬৩০ দিন ধরে শহিদ মিনারে ধর্না আন্দোলন চালাচ্ছেন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা। এরই মাঝে মঙ্গলবার লক্ষ্মীপুজোর দিনেই কেন্দ্র তিন শতাংশ হারে মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধি করায় কেন্দ্রের সঙ্গে রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ-র ব্যবধান ৩৯ শতাংশ বেড়েছে।
এর প্রতিবাদে এবং জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থনে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুঁশিয়ারিও দিয়েছে যৌথ মঞ্চ। ভাস্কর ঘোষ বলেন, "রাজ্যের বঞ্চনার প্রতিবাদে এবার আমরা অন্যান্য নাগরিক সংগঠনকে একত্রিত করে একই দিনে পথে নামার পরিকল্পনা করছি। শীঘ্রই পুরোটা জানতে পারবেন।"