শেষ আপডেট: 27th September 2023 14:26
দ্য ওয়াল ব্যুরো: এবার মিলবে ভূমিকম্পের আগাম খবর। আপনি নিশ্চয়ই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন? তাহলে ভবিষ্যতে সেই স্মার্টফোনেই পেয়ে যাবেন ভূমিকম্পের সতর্কবার্তা। আমজনতার জন্য অ্যানড্রয়েড ভূমিকম্প অ্যালার্ট ব্যবস্থা চালু করতে চলেছে গুগল (Google will predict earthquakes)।
২৫ বছরের জন্মদিনে গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ এই পরিষেবার কথা ঘোষণা করল গুগল। ঠিক কীভাবে কাজ করবে এই সিস্টেম? আসলে অ্যানড্রয়েড অপরেটিং সিস্টেমে রয়েছে অ্যাক্সিলোমিটার। যা এক্ষেত্রে ছোট আকারের সিসমোমিটার হিসেবে কাজ করবে। এটি শনাক্ত করবে কম্পন। জানা গিয়েছে, ভূমিকম্পের তীব্রতা শনাক্ত করতে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে একটি সেন্সর কাজ করবে। যার মাধ্যমে অ্যানড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দেওয়ার চেষ্টা করা হবে। আধুনিক পরিষেবাটি পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ৫ এবং এই অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণগুলিতে।
গুগলের দাবি, ইন্টারনেট বার্তার গতিবেগ আলোর গতিবেগের সমান। কম্পনের গতিবেগ তার চেয়ে অনেকটাই কম। তাই ভয়ংকর ভূমিকম্পের আগেই সতর্কবার্তা পেয়ে যাবেন গ্রাহকরা। যার ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। ভারতে এই পরিষেবা এই প্রথম চালু হলেও বিশ্বের বহুদেশে ইতিমধ্যে এই সিস্টেম রয়েছে বলে জানিয়েছে গুগল।
প্রসঙ্গত, বুধবার ২৫ বছরে পা দিয়েছে গুগল (Google)। জন্মদিনে ব্যবহারকারীদের ধন্যবাদ জানিয়ে সেলিব্রেশনে মেতে ওঠে এই সার্চ ইঞ্জিন সংস্থা। ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর পথ চলা শুরু হয়েছিল গুগলের। ক্যালিফোর্নিয়ার ছোট্ট একটি গ্যারেজের মধ্যেই কম্পিউটার নিয়ে বসে পড়েছিলেন ল্যারি পেজ এবং সার্জি ব্রিন। এরপর কেটে গিয়েছে দীর্ঘ সময়। আমজনতার জন্য নিয়ে এসেছে একের পর এক যুগান্তকারী ব্যবস্থা। বর্তমানে আট থেকে আশি সকলেরই প্রতি মুহূর্তের সঙ্গী হয়ে উঠেছে এই সার্চ ইঞ্জিন।
আরও পড়ুন: কেজরিওয়ালের বাংলো সারাইয়ে অনিয়মের অভিযোগ, সিবিআই তদন্তে সায় দিলেন মোদী