Date : 14th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Ahmedabad Plane Crash: জীবনযুদ্ধের মাঝপথেই ছাড়তে হল ময়দান, অসমাপ্ত ক্রু সদস্যদের কাহিনিওযুদ্ধেও বাইবেল-কোরান, ইজরায়েলের ‘জাগ্রত সিংহের’ বদলায় ইরানের ‘সাচ্চা ওয়াদা’ কেন?কাজল-অনুব্রতকে নিয়ে আলাদা বৈঠকে ফিরহাদ! ফোন কল বিতর্কের জের নাকি দ্বন্দ্ব মেটানোর উদ্যোগWTC Final: লর্ডসে সেঞ্চুরি করে ব্র্যাডম্যান-গ্রিনিজদের ক্লাবে মার্করাম, তালিকায় একমাত্র ভারতীয় আগারকরশুভাংশুর মহাকাশ অভিযান, নতুন তারিখ জানাল ইসরোAir India Plane Crash: গঠন করা হল উচ্চপর্যায়ের তদন্ত কমিটি, তিন মাসে রিপোর্ট পেশের নির্দেশNEET UG 2025: আজই ফলপ্রকাশ! কীভাবে দেখবেন, কাউন্সেলিংয়ে কেমন করে অংশ নেবেন? জেনে নিনকাশ্মীর পাকিস্তানের, উত্তর-পূর্ব হল নেপাল! ভারতের ভুল ম্যাপ দেখাল ইজরায়েল, পরে চাইল ক্ষমাইজরায়েলি আকাশের রক্ষাকবচ আয়রন ডোম এবং ডেভিড’স ক্ষেপণাস্ত্র বর্মের নাক কেটে দিয়েছে ইরানগুগলের পর এবার ইউটিউব, এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় নিহতদের স্মরণে হোমপেজে কালো রিবন

কর্মীদের স্ন্যাকস-লন্ড্রি বন্ধ, দেওয়া হবে না ল্যাপটপও! গুগলের হলটা কী

দ্য ওয়াল ব্যুরো: গুগলের (Google) হলটা কী? আর্থিক মন্দার জেরে কর্মী ছাঁটাই অভিযান শুরু করেছিল। শুধু তাই নয়, জায়গা বাঁচাতে কর্মীদের ডেস্ক শেয়ার করতেও বলেছে গুগল। এবার কর্মীদের (Google Employees) দেওয়া একাধিক সুবিধা ছাঁটাই করতে চলেছে তার

কর্মীদের স্ন্যাকস-লন্ড্রি বন্ধ, দেওয়া হবে না ল্যাপটপও! গুগলের হলটা কী

শেষ আপডেট: 2 April 2023 13:12

দ্য ওয়াল ব্যুরো: গুগলের (Google) হলটা কী? আর্থিক মন্দার জেরে কর্মী ছাঁটাই অভিযান শুরু করেছিল। শুধু তাই নয়, জায়গা বাঁচাতে কর্মীদের ডেস্ক শেয়ার করতেও বলেছে গুগল। এবার কর্মীদের (Google Employees) দেওয়া একাধিক সুবিধা ছাঁটাই করতে চলেছে তারা!

গুগল এক সময় ছিল কাজের ক্ষেত্র হিসেবে সেরা। কর্মীদের সুবিধা-অসুবিধা দেখা হত। কাজ করতে করতে কর্মীরা যাতে 'বোর' না হয়ে যায়, সেইজন্য কোম্পানির তরফ থেকেই ছিল একাধিক 'রিফ্রেশমেন্ট' প্যাকেজ। যেমন বিনামূল্যে স্ন্যাকস, লন্ড্রি পরিষেবা, ম্যাসাজ বা কোম্পানির তরফ থেকে মধ্যাহ্নভোজের ব্যবস্থা! এবার থেকে এইসব কোনটাই আর পাবেন না গুগল কর্মীরা।

সংবাদমাধ্যম সূত্রে খবর, গুগলের অর্থনৈতিক বিভাগের মুখ্য অফিসার রুথ পোরাট বলেন, যেসব কাজ বেশি গুরুত্বপূর্ণ সেইসব কাজ মেটাতে কোম্পানির এখন টাকার প্রয়োজন। শুক্রবার কোম্পানির সমস্ত কর্মীর কাছে একটি ছোট্ট বিজ্ঞপ্তি গেছে, যেখানে বলা হয়েছে এতদিন কোম্পানির তরফে যেসব সুযোগ সুবিধা দেওয়া হচ্ছিল তা বন্ধ করা হচ্ছে। শুধু তাই নয়, কোম্পানির থেকে কর্মীদের যে ল্যাপটপ দেওয়া হত, সেটাও বাদের তালিকায়।

কোম্পানির আয় কমেছে, তাই খরচ বাঁচাতে একাধিক পদক্ষেপ নিয়েছে গুগল। সিইও সুন্দর পিচাই বছরের গোড়াতেই খরচ কমানোর বিষয়টি উত্থাপন করেছিলেন। তারপর একে একে কর্মী ছাঁটাই, কর্মীদের ডেস্ক শেয়ার করতে বলা, রোবট প্রজেক্ট বন্ধ করার মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গুগল এখন প্রধানত তাদের নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত চ্যাটবট বার্ডকে আরও উন্নত করার লক্ষ্য নিয়েছে। ইতিমধ্যেই চ্যাটজিপিটির সঙ্গে পাল্লা দিতে গুগল বাজারে এনেছে তাদের নিজস্ব চ্যাটবট বার্ড। যদিও এখনও পর্যন্ত এই চ্যাটবটটি তেমন সাড়া ফেলতে পারেনি। তবে ভবিষ্যতে এই চ্যাটবট সকলকে ছাপিয়ে যাবে, এমনই আশাবাদী গুগল কর্তৃপক্ষ।

চিতাবাঘকে মেরে খাচ্ছে বাঘ! খাদ্য-খাদক সম্পর্কের হিসেব মিলছে না ভারতের এই জঙ্গলে


ভিডিও স্টোরি