শেষ আপডেট: 31st July 2024 13:02
দ্য় ওয়াল ব্যুরো: দেড়মাসের মাথায় ফের রেল দুর্ঘটনা রাঙাপানিতে। এবার বেলাইন হল মালগাড়ি। গত ১৭ জুন ফাঁসিদেওয়ার রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ হয়েছিল। ওই একই জায়গাতে এবার লাইনচ্যুত হল একটি মালগাড়ি।
বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, মালগাড়িটির দুটি ওয়াগন লাইনচ্যুত হয়। বিকট শব্দ পেয়ে ছুটে আসেন এলাকার মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় এই লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে মালগাড়ির লাইনচ্যুত কামরাগুলি সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য উদ্যোগ নেন। একই জায়গায় বারবার দুর্ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে রেল কর্তৃপক্ষ। স্থানীয়সূত্রে জানা গেছে, তেলবোঝাই মালগাড়িটির দুটি ওয়াগন রেললাইন থেকে নীচে নেমে যায়। তবে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। কেউ হতাহতও হননি।
দেড় মাস আগে রাঙাপানির ওই জায়গাতেই দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে দ্রুতগতিতে আসা একটি মালগাড়ি। দুর্ঘটনায় ১০ জন যাত্রীর মৃত্যু হয়েছিল। একই জায়গায় ফের কী করে দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।