শেষ আপডেট: 17th June 2023 12:54
দ্য ওয়াল ব্যুরো: বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার (Coromandel express accident) রেশ এখনও মানুষের স্মৃতিতে টাটকা। ভয়ঙ্কর সেই দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছিল। আহতের সংখ্যা ছিল হাজারেরও বেশি। মর্মান্তিক সেই দুর্ঘটনার দুই সপ্তাহ কাটতে না কাটতেই ওড়িশায় ফের লাইনচ্যুত মালগাড়ি (goods train derailed in Odisha)।
এবারের ঘটনাস্থল রায়গড়া জেলার আম্বাডোলা। জানা গেছে, কালাহান্ডি জেলার লাঞ্জিগড়ের বদন্ত প্ল্যান্ট এলাকা থেকে আম্বাডোলা স্টেশন পর্যন্ত একটি বিশেষ রেললাইন রয়েছে। সেই লাইন দিয়েই শনিবার দুপুরে বদন্ত প্ল্যান্টের দিকে যাচ্ছিল একটি মালগাড়ি। স্টেশন ছাড়িয়ে কিছুদূর যাওয়ার পরেই আচমকা লাইনচ্যুত হয়ে পড়ে মালগাড়িটির চারটি কামরা।
খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পৌঁছন রেলের আধিকারিকরা। তবে দুর্ঘটনার জেরে কেউ হতাহত হননি বলেই জানা গেছে। যেহেতু স্পেশাল ট্র্যাকে চলছিল মালগাড়িটি, তাই অন্য ট্রেন চলাচলের ক্ষেত্রেও কোনও বিঘ্ন ঘটেনি বলেই সূত্রের খবর। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা।
উল্লেখ্য, করমণ্ডল দুর্ঘটনার পর থেকে এখনও পর্যন্ত একাধিক রেল দুর্ঘটনা ঘটেছে ওড়িশায়। গত ৯ জুন রাতে নুয়াপাড়া খারিয়ার স্টেশনে দুর্গ থেকে পুরীগামী একটি এক্সপ্রেস ট্রেনের এসি কামরার তলা থেকে হঠাৎ করেই আগুনের ফুলকি বেরোতে শুরু করে। তাতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যদিও বড়সড় কোনও বিপদ ঘটার আগেই সেই আগুন নিভিয়ে ফেলেন দমকল কর্মীরা।
তার ঠিক একদিন আগে, ৭ জুন ওড়িশারই জাজপুর স্টেশনে ৪ শ্রমিক কাটা পড়েন মালগাড়ির তলায়। ওই শ্রমিকরা দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির তলায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। কিন্তু আচমকা চলতে শুরু করে ট্রেনটি। সঙ্গে সঙ্গে কাটা পড়ে মৃত্যু হয় চারজনের। আরও ৪ জন আহত হয়েছিলেন সেই ঘটনায়।
তারও আগে ৫ জুন ডুংরি চুনাপাথার খনি এলাকায় ব্যক্তিগত মালিকানাধীন ন্যারো গেজ লাইনে দুর্ঘটনার কবলে পড়ে একটি মালগাড়ি। চুনাপাথর বোঝাই ট্রেনটির কয়েকটি কামরা আচমকাই লাইনচ্যুত হয়। তবে কেউই হতাহত হননি।
নওসাদের সঙ্গে বিজেপি নেতাদের হোয়াটসঅ্যাপ চ্যাট? আঁতাতের অভিযোগ তৃণমূলের, জবাব সিদ্দিকির