শেষ আপডেট: 22nd September 2024 12:01
দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের ফরাক্কায় চলতে চলতে দু'ভাগ হয়ে গেল মালগাড়ি। ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায় বাকি কামরা। তবে লাইনচ্যুত না হওয়ায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেল।
রবিবার সকালে ফরাক্কার খোদাবন্দপুর এলাকায় ঘটনাটি ঘটে। ৮টা নাগাদ খোদাবন্দপুরের উপর দিয়ে যাওয়ার সময় আচমকাই মূল ইঞ্জিন থেকে আলাদা হয়ে যায় মালগাড়ির বাকি বগি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাল গাড়িটি ধুলিয়ান থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল। বগি থেকে ইঞ্জিন আলাদা হয়ে গেলেও লাইনের উপরই ছিল সেগুলি। ফলে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
ঘটনায় কারও কোনও আঘাত লাগেনি। এই ঘটনার খবর পেয়ে খোদাবন্দপুরে পৌঁছন রেলের আধিকারিকরা। মূল ইঞ্জিনের সঙ্গে কামরাগুলি জোড়ার চেষ্টা করছেন তাঁরা। কীভাবে ঘটল এই ঘটনা, সেবিষয়ে এখনও কিছু জানানো হয়নি রেলের তরফে।
ঘটনাস্থলে রয়েছে রেল পুলিশ। তারা গোটা পরিস্থিতি খতিয়ে দেখছে। কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা বা লাইনে কোনও সমস্যা ছিল কিনা তাও দেখা হচ্ছে।
সম্প্রতি করমণ্ডল-সহ একাধিক ট্রেন দুর্ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে ভারতীয় রেল। যান্ত্রিক গোলযোগ, প্রশিক্ষণ প্রাপ্ত চালকের অভাব, কাজের সময়সীমা ইত্যাদি নিয়েও আঙুল উঠেছে। এই পরিস্থিতিতে এভাবে কামরা থেকে ইঞ্জিন আলাদা হয়ে যাওয়ায় আতঙ্ক তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।