শেষ আপডেট: 24th March 2023 08:21
দ্য ওয়াল ব্যুরো: টুইটার (Twitter) অধিগ্রহণ করার পর থেকে একের পর এক পরিবর্তন এনেছেন ইলন মাস্ক। আর এই পরিবর্তনের মধ্যে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে টুইটারের ভেরিফাই করার ব্লু-টিক (blue-tick) চিহ্ন পাওয়ার জন্য আর্থিক মূল্যের ঘোষণা।
টুইটারের ভেরিফায়েড (verified) চিহ্ন হিসেবে ব্লু-টিক ২০০৯ সাল থেকে রয়েছে। সেলিব্রিটি এবং তারকাদের আসল প্রোফাইলকে চিহ্নিত করতেই এতদিন ব্লু-টিক ছিল অন্যতম ভরসা। তবে, এপ্রিলের ১ তারিখ থেকেই এই যুগ শেষ হতে চলেছে। এবার থেকে নির্দিষ্ট আর্থিক মূল্যের বিনিময়েই প্রোফাইলে যুক্ত করা যাবে ব্লু-টিক চিহ্নটি।
প্রসঙ্গত, টুইটার অধিগ্রহণ করার পরেই এই নিয়মটিকে দুর্নীতিগ্রস্ত বলে দাবি করেন ইলন। সেই কারণেই পদ্ধতিতে স্বচ্ছতা আনতে ভেরিফায়েড তকমা পেতে আর্থিক মূল্য ঘোষণা করেন ধনকুবের। এবার থেকে মাসে ওয়েবের মাধ্যমে ৮ ডলার এবং অ্যাপের মাধ্যমে ১১ ডলার দিলে নিজের প্রোফাইল ব্লু-টিক দিয়ে ভেরিফায়েড করে নেওয়া যাবে।
ক্যালিফোর্নিয়ায় টর্নেডোর তাণ্ডব, বাড়ির ছাদ উড়ছে, খেলনার মতো ছিটকে যাচ্ছে গাড়ি