শেষ আপডেট: 29th August 2019 09:06
দ্য ওয়াল ব্যুরো : গত সপ্তাহে দিল্লি থেকে সিবিআই গ্রেফতার করে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে। বৃহস্পতিবার ওই মামলায় রাজসাক্ষী তথা আইএনএক্স মিডিয়ার প্রাক্তন মালিক ইন্দ্রাণী মুখার্জি সেই খবর শুনে বললেন ‘গুড নিউজ’। তিনি শিনা বোরা হত্যা মামলায় প্রধান অভিযুক্ত। চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগ, তিনি অর্থমন্ত্রী থাকাকালীন আইএনএক্স মিডিয়া নামে এক সংস্থাকে বেআইনিভাবে বিদেশ থেকে ৩০৫ কোটি টাকা পাইয়ে দিয়েছিলেন। সংস্থার তৎকালীন দুই মালিক পিটার ও ইন্দ্রাণী মুখার্জি চিদম্বরমের ছেলে কার্তিকে কিকব্যাক বাবদ বিপুল অর্থ দিয়েছিলেন। এদিন শিনা বোরা হত্যা মামলায় ইন্দ্রাণীকে কোর্টে আনা হয়। কোর্ট থেকে বেরোনর সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, চিদম্বরম গ্রেফতার হয়েছেন শুনেছি। ভালো খবর। তিনি এখন সব দিক থেকে কোণঠাসা হয়ে পড়েছেন। পরে ইন্দ্রাণী বলেন, আমি মনে করি, কার্তির জামিনও নাকচ হওয়া উচিত। গত জুলাই মাসে ইন্দ্রাণী রাজসাক্ষী হন। চিদম্বরম ও তাঁর ছেলের বিরুদ্ধে ইন্দ্রাণীর বিবৃতি রেকর্ড করা হয়। ইন্দ্রাণী বলেছিলেন, তিনি ও তাঁর স্বামী দিল্লির নর্থ ব্লকের অফিসে চিদম্বরমের সঙ্গে দেখা করেছিলেন। চিদম্বরম তাঁদের বলেন, আইএনএক্সে বিদেশি বিনিয়োগের অনুমতি দিতে তিনি রাজি। কিন্তু তার বিনিময়ে ইন্দ্রাণীদেরও চিদম্বরমের ছেলের ব্যবসায় সাহায্য করতে হবে। ২০১৭ সালের ১৫ মে সিবিআই প্রথমবার আইএনএক্স মামলায় এফআইআর করে। তাতে বলা হয়, চিদম্বরম অর্থমন্ত্রী থাকাকালীন বিধি ভেঙে ইন্দ্রাণী মুখার্জিদের কোম্পানিকে বিদেশি বিনিয়োগ পাইয়ে দিয়েছিলেন। ২০১৮ সালে এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট চিদম্বরমের বিরুদ্ধে টাকা তছরুপের মামলা করে। ওই বছরের ফেব্রুয়ারি মাসে কার্তিকে গ্রেফতার করে সিবিআই। পরে দিল্লি হাইকোর্ট তাঁকে জামিন দেয়।