শেষ আপডেট: 15th June 2024 15:48
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: শুক্রবার নলডাঙায় বৃ্দ্ধার বাড়িতে ডাকাতির পর এবার চুরি চুঁচুড়ার ৮ নম্বর ওয়ার্ডের দু'নম্বর কাপাসডাঙা নেপাল চৌধুরীর বাগানে। বাড়ির দোতলায় ঘুমোচ্ছিলেন পরিবারের সদস্যরা। চুলের কাঁটা দিয়ে দরজা খুলে নীচের ঘর থেকে সর্বস্ব নিয়ে পালাল চোর।
আট নম্বর ওয়ার্ডের দু'নম্বর কাপাসডাঙার বাসিন্দা দেবাশিস ভট্টাচার্য জানান, প্রচণ্ড গরম। তাই শুক্রবার রাতে সবাই মিলে দোতলার একটি ঘরে এসি চালিয়ে ঘুমিয়ে ছিলেন। একতলার ঘরে কেউ ছিল না। একতলার ঘরেই আলমারি ছিল। সেই আলমারিতে ছিল টাকা ও গয়না। তিনি বলেন, "চোর কোথা দিয়ে ঢুকল, কীভাবে আলমারি খুলল কিছুই বোঝা যাচ্ছে না। যদিও আমাদের সন্দেহ চোর ব্যালকনি দিয়েই ঘরে ঢুকে চুরি করে পালায়। চুলের ক্লিপ দিয়ে তালা খুলে ঢুকেছিল বলে আমাদের অনুমান। পুলিশ সব খতিয়ে দেখছে।"
পরিবারের সদস্যরা জানান, প্রায় পাঁচ থেকে ছয় ভরি সোনা এবং নগদ ১৫ হাজার টাকা ছিল আলমারিতে, যার সমস্তটাই নিয়ে গেছে চোর। ফাঁকা বাড়ির তালা ভেঙে চুরির ঘটনা শোনা যায়। এখন মানুষ বাড়িতে থাকা অবস্থাতেই চুরি হয়ে যাচ্ছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নির্মল চক্রবর্তী খবর পেয়ে ওই বাড়িতে যান। তিনি বলেন, "ভয়াবহ ঘটনা। পরিবারের সদস্যরা বাড়িতে থাকা অবস্থায় চুরি হয়ে যাচ্ছে। কত বড় দুঃসাহস চোরের।"