শেষ আপডেট: 26th September 2024 21:42
দ্য ওয়াল ব্যুরো: চোরের দলের নজরে প্রাক্তন উপ মুখ্যমন্ত্রীর বাড়ি! নজর এড়িয়ে চুরিও করল বটে, তবে শেষ রক্ষা হল না!
ঘটনাটি তেলঙ্গনার। সেখানকার প্রাক্তন উপ মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে সোনার বিস্কুট চুরি করে পালাচ্ছিল চোরের দল। হাওড়া রেল স্টেশনে ট্রেন ঢোকার আগেই তাদের পাকড়াও করে রেল পুলিশ। ধৃতদের কাছ থেকে একাধিক সোনার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।
কীভাবে পুলিশের কব্জায় এলো চোরের দল?
এদিন খড়গপুরে ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে রুটিন তল্লাশি চালাচ্ছিলেন রেল পুলিশের কর্মীরা। তখনই দুই ব্যক্তির আচরণ সন্দেহজনক ঠেকে। এরপরই সন্দেহভাজন ওই দুই ব্যক্তির ব্যাগে তল্লাশি চালিয়ে সোনার বিস্কুট, রূপোর পাত্র-স,সহ বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। সংশ্লিষ্ট জিনিসপত্রের বৈধ কাগজ না থাকায় অভিযুক্ত দু'জনকে আটক করে রেল পুলিশ।
রেল পুলিশ সূত্রের খবর, জেরায় ধৃত দু'জন জানায় তারা তেলঙ্গানার প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মল্লু ভাট্টি বিক্রমের বাড়িতে কাজ করত। যেখান থেকে তারা এই সোনার সামগ্রীগুলি চুরি করেছিল। এরপরই হাওড়া রেল পুলিশ তেলঙ্গনা পুলিশের সঙ্গে যোগাযোগ করে ঘটনার তদন্ত শুরু করেছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩০৬ ধারায় চুরির মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।