শেষ আপডেট: 24th October 2024 19:45
দ্য ওয়াল ব্যুরো: নাবালিকাকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ। অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসতেই গোটা ঘটনা জানাজানি হয়। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি গোবরডাঙা এলাকার। নাবালিকাকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন ৪২ বছরের সুনীল রায় নামে এক ব্যক্তি। এমনই অভিযোগ জানিয়েছে নাবালিকার পরিবার। মেয়ের অন্তঃসত্ত্বা হয়ে পড়াতেই ধর্ষণের অভিযোগ সামনে আসে। পরিবারের তরফে গোবরডাঙা থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশি হেফাজতের আবেদন করে বারাসাত আদালতে পাঠানো হচ্ছে অভিযুক্তকে।
হাসপাতালে নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়। ওই নাবালিকা জানিয়েছে ঘটনার কথা কাউকে বললে তার বাবা-মাকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। সেই ভয় দেখিয়েই অভিযুক্ত দিনের পর দিন ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।
প্রসঙ্গত, দিনসাতেক আগেই ধর্ষণ করে খুন করা হয়েছিল জয়গাঁর এক নাবালিকাকে। যার দেহ উদ্ধার হয় মঙ্গলবার সকালে। ওই দিনই ঘটনার সঙ্গে জড়িত প্রধান অভিযুক্তকে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করে পুলিশ।
আর জয়গাঁ থেকেই গ্রেফতার করা হয়েছিল আরও দু'জনকে। নাবালিকাকে ধর্ষণ, খুন ও দেহ লোপাটের চেষ্টার কাণ্ডে ধৃত তিন অভিযুক্তকে বুধবার আলিপুরদুয়ার আদালতে পাঠায় পুলিশ।