সম্প্রতি মণীন্দ্র বর্মন নামে এক ব্যাক্তি হলদিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানান চোর একটি বিলাসবহুল আর্টিগা গাড়ি নিয়ে তাঁর ছাগল চুরি করেছে।
শেষ আপডেট: 14 June 2025 14:26
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: সম্প্রতি মণীন্দ্র বর্মন নামে এক ব্যাক্তি হলদিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানান মক্সেদুল রহমান নামে জলপাইগুড়ির এক যুবক তাঁর একটি ছাগল চুরি করেছে। অভিযোগ পত্রে তিনি আরও লেখেন চোর একটি বিলাসবহুল আর্টিগা গাড়ি নিয়ে তাঁর ছাগল চুরি করেছে। পাশাপাশি আরও এক ব্যক্তি সিসিটিভির কিছু ছবি দিয়ে ছাগল চুরি নিয়ে মানুষকে সতর্ক করে ফেসবুকে পোস্ট করেন। এই জাতীয় অভিযোগ আসায় নড়েচড়ে বসে পুলিশ। শুরু হয় তদন্ত।
পুলিশ জানতে পারে মক্সেদুল ইসলাম ইতিমধ্যে ছাগল চুরির অভিযোগে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেলে রয়েছে। পুলিশ আরও জানতে পারে রাকেশ রহমান নামে আরও এক ছাগল চোর জেলে রয়েছে। এরপর এদের জেল থেকে ছাড়া পাওয়ার অপেক্ষা করতে থাকে হলদিবাড়ি থানার পুলিশ।
জেল থেকে ছাড়া পাওয়া মাত্রই জেল গেটের সামনে থেকে এদের ফের গ্রেফতার করে হলদিবাড়ি থানার পুলিশ। এরপর মেখলিগঞ্জ মহকুমা আদালতে তুলে হেফাজতে নেওয়ার আবেদন জানালে বিচারক ২ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। অভিযুক্তদের হেফাজতে নিয়ে শুরু হয় পুলিশের জিজ্ঞাসাবাদ। উঠে আসে আরও এক অভিযুক্তের নাম। জলপাইগুড়িতে তার বাড়িতেও অভিযান চালায় হলদিবাড়ি থানার পুলিশ। কিন্তু সে পলাতক থাকায় তাকে আর পাওয়া যায়নি। তবে অভিযান চালিয়ে চুরিতে ব্যবহৃত বিলাসবহুল আর্টিগা গাড়িটি উদ্ধার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই জানিয়েছেন জেরার মুখে ধৃতেরা একাধিক জায়গা থেকে ছাগল চুরি করার কথা স্বীকার করে নিয়েছে। এর পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি পলাতক ব্যক্তির খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।