শেষ আপডেট: 28th December 2021 11:19
দ্য ওয়াল ব্যুরো: রবীন্দ্র সঙ্গীত ও নৃত্যের সঙ্গে যারা ওতোপ্রতোভাবে জড়িত তাদের কাছে চেনা ঠিকানা উত্তর কলকাতার 'গীতবিতান'। ১৭/১এ, রাজা রাজকিষেণ স্ট্রিট, হাতিবাগানের কাছে এই ঠিকানায় বিগত ৮০ বছর ধরে প্রশিক্ষণ নিচ্ছেন উৎসাহীরা। কবিগুরুর মৃত্যুবর্ষেই এই 'গীতবিতান'-এর পথ চলা। সেই থেকে এতদিন পথ চলার পর অবশেষে বন্ধের মুখে এই প্রাচীন কেন্দ্রটি। আর তাতেই ক্ষুব্ধ উত্তর শাখার সদস্যরা। তাঁদের দাবি, অনৈতিকভাবে এই শাখা বন্ধ করে দেওয়া হচ্ছে।
এই বন্ধের জন্য তাঁরা কাঠগড়ায় তুলেছেন গীতবিতান কর্তৃপক্ষকে। এর আগেও বছর খানেক আগে এই শাখা বন্ধের কথা উল্লেখ করে রিপোর্ট পেশ করে গীতবিতান কমিটি। এই সিদ্ধান্তের বিরোধিতা করে তখন আটকে দেওয়া গেলেও এখন ফের এই শাখা বন্ধের সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। আর তা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন উত্তর শাখার সদস্যরা।
গত ২৫ ডিসেম্বর পেশ করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ জানুয়ারি থেকে এই শাখার বদলে মূল শাখা ভবানীপুরে যেতে বলা হয়েছে সকলকে। শুধু এই শাখা নয়, বন্ধ করে দেওয়া হচ্ছে বালিগঞ্জের শাখাটিও। শুধুমাত্র ভবানীপুরেই থাকবে 'গীতবিতান'-এর শাখা।
এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদে সামিল হয়েছেন উত্তর শাখার সদস্যরা। তাঁদের দাবি, করোনার সময়ে অনলাইন ক্লাস করিয়ে এই বছরে আর্থিক লাভ করেছে এই শাখা। তারপরও এই শাখা বন্ধ করে দেওয়া কেন হবে? আকস্মিকভাবেই এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
তাঁদের অভিযোগ, এই শাখার দিকে বরাবরই নজর ছিল না কর্তৃপক্ষের। উত্তর শাখার বাড়িটি সংস্কারের দিকে কোনও উৎসাহ দেখায়নি কর্তৃপক্ষ।সবচেয়ে বেশি ছাত্র-ছাত্রী আছেন এই শাখায় তারপরও এই সিদ্ধান্ত নেওয়া হল। এমনকি গীতবিতান কমিটি বারবার উত্তর কলকাতার সাংস্কৃতিক কার্যকলাপে বাধা সৃষ্টি করেছে।
তাঁদের দাবি, গীতবিতান কমিটির অবিলম্বে পদত্যাগ। পাশাপাশি, অবিলম্বে এই শাখা বন্ধের সিদ্ধান্ত রদ করতে হবে। সিদ্ধান্ত ভেবে দেখারও আর্জি জানানো হয়েছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী ইন্ডিরদেবী চৌধুরীরানীর হাতে উদ্বোধন হয় কলকাতার সর্বপ্রথম রবীন্দ্রসঙ্গীত-নৃত্য প্রশিক্ষণকেন্দ্র। পরবর্তীকালে মূল শাখা ভবানীপুরে স্থানান্তরিত হয়।