শেষ আপডেট: 16th October 2024 23:00
দ্য ওয়াল ব্যুরো: এক দৃষ্টিহীন তরুণীকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রিষড়ায়। ওই তরুণীর মা প্রয়াত হয়েছেন বলে জানা গেছে। তারপরই তাঁকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পুলিশ বিষয়টি হস্তক্ষেপ করে তাঁকে উদ্ধার করেছে।
রিষড়া ২৩ নম্বর ওয়ার্ডের বাগপাড়া এলাকায় এই ঘটনায় ঘটেছে। অভিযোগ, কয়েকজন অপরিচিত ব্যক্তিদের হাতে ওই তরুণীকে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। বিষয়টি দেখে ফেলেন এলাকারই এক মহিলা। তাঁর চিৎকার-চেঁচামেচিতে স্থানীয় বাসিন্দারা জড়ো হন ঘটনাস্থলে। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই রিষড়া থানার পুলিশ গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে।
স্থানীয় কাউন্সিলর মনোজ গোস্বামী বলেন, কোনও খারাপ উদ্দেশে এই মেয়েটিকে অপরিচিত লোকের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। স্থানীয়রা সেটা বুঝতে পেরে বাধা দেয়। কোনও রকম খারাপ কাজ যাতে এলাকায় না হয় তার দিকে তাঁরা নজর রাখছেন বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে মেয়েটিকে সরকারি হোমে পাঠানোর ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন।
এদিকে এলাকাবাসীদের কথায়, বিক্রি করা বা অন্য কোনও উদ্দেশে মেয়েটিকে নিয়ে যাওয়া হচ্ছিল! বিষয়টি পুলিশ খতিয়ে দেখুক এবং মেয়েটিকে হোমে পাঠিয়ে দেওয়া হোক।
পুলিশ সূত্রে খবর, কিছুদিন ধরে মেয়েটি বিপ্লব রায় নামের এক ব্যক্তির বাড়িতে থাকছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে তাঁর স্ত্রী সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, যা রটানো হচ্ছে সব ভুল। জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল না মেয়েটিকে।