শেষ আপডেট: 25th November 2024 10:16
দ্য ওয়াল ব্যুরো: গুড়াপে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের অভিযোগ। প্রতিবেশীর বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ধর্ষণ ও খুনের মামলা দায়ের হল গুড়াপ থানায়। দেহের ময়নাতদন্ত হবে সোমবার।
রবিবার সন্ধের পর থেকে চোপা গ্রামে নিজের বাড়িতে ছিল না ওই শিশু। অনেকটা সময় পেরিয়ে গেলে বাড়ি না ফেরায় এলাকায় খোঁজ শুরু করেন তাঁর বাবা। সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে পাওয়া যায় প্রতিবেশীর বাড়িতে। দেহ মশারি, কম্বল ও কাঠ দিয়ে চাপা ছিল। রক্তাক্ত অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে স্থানীয় ধনিয়াখালি হাসপাতালে নিয়ে যান তাঁর বাবাই। সেখানে চিকিৎসকরা ওই নাবালিকাকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পৌঁছয় গুড়াপ থানায়। এলাকায় থাকা টহলদারি ভ্যান ততক্ষণে ঘটনাস্থলে হাজির হয়েছে। গোটা ঘটনা পুলিশকে জানান নির্যাতিতার বাবা। অভিযোগ দায়ের হয় গুড়াপ থানায়। যার ভিত্তিতে ওই প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা রুজু করে পুলিশ। ঘটনাটির গুরুত্ব বিবেচনা করে তদন্তভার যায় ধনিয়াখালির সার্কেল ইন্সপেক্টরের কাঁধে। নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য সোমবার পাঠানো হবে চুঁচুড়া জেলা হাসপাতালে।
অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে গুড়াপ থানার পুলিশ। সোমবার তাকে তোলা হবে চুঁচুড়া সদর আদালতে।
ঘটনাস্থলে রবিবার যান হুগলি জেলা পুলিশ সুপার ও অন্যান্য পদস্থ আধিকারিকরা। তাঁরা ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি কথা বলেন স্থানীয়দের সঙ্গে ও নির্যাতিতার পরিবারের সঙ্গে। তারপরই ঘটনার তদন্তে হুগলি জেলার অভিজ্ঞ অফিসারদের নিয়ে একটি বিশেষ তদন্তকারী দল গড়ার নির্দেশ দেন পুলিশ সুপার।
স্থানীয় এক ব্যক্তি এই নিয়ে বলেন, '৪৫ বছর বয়স অভিযুক্তের, দুটো বিয়ে হয়েছিল আগে। এখানে সবসময় থাকে না। বৈঁচিতে শ্বশুরবাড়ি। সেখানে যায় মাঝে মধ্যে। চুরি করার স্বভাব রয়েছে। একটি ছেলেও রয়েছে। কিন্তু সম্পর্ক রাখে না বাবার সঙ্গে সেভাবে।'