শিশুকন্যা পুলিশের কাছে জানায়, তার বাবা তার মায়ের হাত চেপে ধরেছিল। দাদা শ্বাসরোধ করে মাকে খুন করে।
প্রতীকী ছবি
শেষ আপডেট: 13 May 2025 17:29
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: শিশুকন্যার সামনেই মাকে খুনের অভিযোগ উঠল বাবা ও দাদার বিরুদ্ধে। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য সৃষ্টি হয় জগাছা থানার ইছাপুরে। অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।
ওই শিশুকন্যা পুলিশের কাছে চাঞ্চল্যকর অভিযোগ করে। সে জানায়, তার বাবা তার মায়ের হাত চেপে ধরেছিল। দাদা শ্বাসরোধ করে মাকে খুন করে। নাবালিকার এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ বাবা ও ছেলেকে আটক করে থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, পেশায় ব্যবসায়ী বাবার নাম জিতেন্দ্র জয়সওয়াল।তার সাথে বউ সুলেখা জয়সওয়াল ও ছেলে শেখর জয়সওয়ালের দীর্ঘদিন বিবাদ চলছিল। সোমবার রাতে সুলেখাদেবীর শিশুকন্যার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন।খবর দেওয়া হয় জগাছা থানায়। পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তে পাঠায়। অভিযুক্ত দুজনকে আটক করে থানায় নিয়ে যায়।
নাবালিকা শিশুকন্যাকে নিরাপদ আশ্রয়ে পাঠায় পুলিশ। সুলেখা দেবীর বাপের বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়েছে।অভিযোগের ভিত্তিতে খুনের মামলা শুরু করছে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জবানবন্দি নেওয়া হবে শিশুকন্যার।