Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
Bharat Bandh: সিপিএমের মিছিল থেকে কুশপুতুল-টায়ার জ্বালানোর সময় অগ্নিকাণ্ড, যাদবপুরে আতঙ্ক‘চারদিন অন্তর দাড়ি রং করার মানে সরে যাওয়ার সময় এসেছে’, অবসর নিয়ে প্রথমবার মুখ খুললেন বিরাটBharat Bandh: পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত বামনেতা সৃজন, চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানেঅবরোধের জেরে বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে ট্রেন, অফিস টাইমে নাকাল যাত্রীরাবেঙ্গালুরুতে গ্রেফতার আলিয়ার প্রাক্তন সহকারী, তিন বছরে ৭৭ লক্ষ টাকা প্রতারণার অভিযোগএকদিনের বৃষ্টিতেই তলিয়ে গেল ছ'মাসে তৈরি রাস্তা, রাজস্থানে উদ্বোধনের আগেই সড়ক বিপর্যয়এক সপ্তাহ পরও বাড়িতেই ছেলের মরদেহ, দ্বিতীয় ময়নাতদন্ত চেয়ে হাইকোর্টে যাচ্ছে মালদহের পরিবারনিম্নচাপের বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, একাধিক জেলায় সতর্কতা, জমা জলে ভোগান্তির আশঙ্কা বাবার টাকায় গাড়ি, সোশ্যাল মিডিয়ায় নিজের বড়াই! 'বড়লোকি' দেখাতে গিয়ে ফাঁস যুবকের কীর্তিট্রাম্পের নয়া শুল্কনীতিতে ভারতের ওষুধ ও কপার রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা, ডেডলাইন ১ অগাস্ট
Alipurduar

ছাত্রীকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে নির্যাতন! আলিপুরদুয়ারে প্রশ্নের মুখে পুলিশ

ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পুলিশি নিষ্ক্রিয়তার জেরেই দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত।

ছাত্রীকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে নির্যাতন! আলিপুরদুয়ারে প্রশ্নের মুখে পুলিশ

ফাইল ছবি।

শেষ আপডেট: 18 November 2024 15:11

দ্য ওয়াল ব্যুরো: পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-খুনের অভিযোগে গত ১ নভেম্বর আলিপুরদুয়ারে ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে মৃত্যু হয়েছিল ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উন্মত্ত জনতার হাতে আক্রান্ত হয় পুলিশও। ওই ঘটনার পর সমাজ বিরোধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছিল পুলিশ।

তারপরও এলাকায় সমাজ বিরোধী কার্যকলাপ বন্ধ হয়নি বলে অভিযোগ। ফের টিউশন পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে জোর করে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, পুলিশি নিষ্ক্রিয়তার জেরেই দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার বিকেলে টিউশন যাওয়ার পথে ওই ছাত্রীকে রাস্তা থেকে জঙ্গলে তুলে নিয়ে যায় এক দুষ্কৃতী। বাইকের চাবি দিয়ে মেয়েটির যৌনাঙ্গে অত্যাচার চালানো হয় বলে অভিযোগ।

পরে কিশোরীর চিৎকারে অভিযুক্ত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে। জানা গেছে, ঘটনার জেরে ছাত্রীটির শরীরে রক্তক্ষরণ হতে শুরু করে। বন্ধ না হওয়ায় রাতে তার শরীরে অস্ত্রোপচার করা হয়। 

আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীর খোঁজে পুলিশি তল্লাশি শুরু হয়েছে।" গোটা ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।


ভিডিও স্টোরি