শেষ আপডেট: 16th January 2023 03:50
দ্য ওয়াল ব্যুরো: তফসিলি জাতিভুক্ত এক তরুণীকে অপহরণ করে ধর্ষণ করেছিল দুই ব্যক্তি (kidnapped and raped)। সম্পর্কে তারা আবার পরস্পরের ভাইরাভাই। তারা তরুণীকে ভয় দেখিয়েছিল, মুখ খুললেই কালো জাদুর (black magic) সাহায্যে তাঁর এবং পরিবারের লোকজনের চরম ক্ষতি করা হবে। সেই ঘটনাতেই এবার দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
ঘটনাটি ঘটেছিল উত্তরপ্রদেশের মউ জেলায়। পুলিশ সূত্রে জানা গেছে, সম্পর্কে পরস্পরের ভাইরাভাই ওই দুই অভিযুক্ত তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তারপর দুজনে মিলে তাকে গণধর্ষণ করে। তরুণী বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁকে ভয় দেখানো হয়, ঘটনার কথা কাউকে বললে কিংবা তাদের কথা না শুনলে কালো জাদুর সাহায্যে তাঁর এবং তাঁর পরিবারের লোকজনের চরম ক্ষতি করা হবে।
বাড়ির লোকের ক্ষতি হওয়ার ভয়ে প্রাথমিকভাবে চুপ থাকলেও পরে পুলিশের দ্বারস্থ হন তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধর্ষণ এবং অন্যান্য আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। বর্তমানে জেল হেফাজতে রয়েছে অভিযুক্তরা, জানিয়েছে পুলিশ।
৯ বছরের মেয়েকে গণধর্ষণ করল দুই কিশোর! ঘটনার ভিডিও করে রেখে তা দিয়ে চলল ব্ল্যাকমেল