শেষ আপডেট: 17th September 2024 18:17
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: গত কয়েক দিনের বৃষ্টির জেরে কুয়ো নদীর জলে ভেসেছে বড়ঞা থানার সোনাভাড়ুই গ্রাম। জলের নীচে একাধিক গ্রাম। মঙ্গলবার জলে পড়ে মৃত্য়ু হল এক কিশোরীর।
পুলিশ জানিয়েছে, ওই কিশোরীর নাম দিশা বাগদি। বাড়ি সোনা ভাড়ুই গ্রামে। বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের জন্য ওই গ্রামের পাশে বাদশাহী সড়কের উপর ত্রাণ শিবিরের খোলা হয়েছিল। মঙ্গলবার দুপুরে এই শিবিরে মায়ের সঙ্গে ত্রাণ নিতে এসেছিল ওই কিশোরী। বাড়ি ফেরার সময় অসাবধানে মায়ের হাতছাড়া হয়ে জলে পড়ে যায়। পুলিশ এসে জল থেকে তার দেহ উদ্ধার করে।
গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনিক অব্যবস্থার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। প্রশাসনের পক্ষ থেকে কোনও নৌকোর ব্যবস্থা করা হয়নি। তাই ত্রাণ নিয়ে ফেরার পথে এমন ঘটনা ঘটল। ওই নাবালিকার এমন মর্মান্তিক মৃত্যুর খবরে গ্রামে কান্নার রোল ওঠে।
খবর পেয়ে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ঘটনাস্থলে পৌঁছলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। পুলিশ কিশোরীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে প্রশাসনের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।