শেষ আপডেট: 26th August 2022 10:53
দ্য ওয়াল ব্যুরো: গুলাম নবি আজাদ কংগ্রেস ছাড়ার পর জল্পনা গড়িয়েছিল, তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। ডিসেম্বরে জম্মু কাশ্মীরের বিধানসভা ভোট। ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আজাদকে (Ghulam Nabi Azad) বিধানসভা ভোটে বিজেপি দলের মুখ করতে পারে। কিন্তু একটু আগে আজাদ স্পষ্ট করেছেন, তিনি জম্মু কাশ্মীরের জন্য নতুন দল গড়বেন। সেই দল বিধানসভা ভোটে লড়াই করবে।
আজাদের কংগ্রেস ছেড়ে যাওয়া নিয়ে বিক্ষুব্ধ গ্রুপ ২৩ - এর মধ্যে বিরোধ আছে। বিক্ষুব্ধ নেতা সন্দীপ দীক্ষিতের বক্তব্য, আমরা দলের কাজকর্মে পরিবর্তন চেয়েছিলাম। বিদ্রোহ করতে চাইনি। দল ছেড়ে নিজের পার্টি গড়ার সিদ্ধান্তে সায় দেননি সন্দীপ।
আজাদের (Ghulam Nabi Azad) যদিও নিজের রাজ্যে পায়ের তলায় রাজনৈতিক মাটি তেমন শক্ত নয়। বিক্ষুব্ধ গোষ্ঠীর মাথা হওয়ার পর তিনি বেশ কয়েকমাস দিল্লি ছেড়ে নিজের রাজ্যে ঘাঁটি গেড়েছিলেন। প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে দূরে রেখে অনুগামীদের নিয়ে বেশ কিছু জনসভা এবং পদযাত্রা করেন। তবে তেমন সাড়া পাননি। প্রায় একই সময় হিমাচল প্রদেশে একক উদ্যোগে সভা সমাবেশ করেন আনন্দ শর্মা। তাঁরও একই দশা হয়।
কিন্তু গুলাম নবি মনস্থির করেছেন নতুন দল গড়বেন। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, নবি দল গড়লেও কাশ্মীরে সুবিধা করতে পারবেন না। কিন্তু নিজের নাক কেটে কংগ্রেসের যাত্রা ভঙ্গ করতে পারেন বিজেপির সুবিধা করে দিয়ে।
নরেন্দ্র মোদী, অমিত শাহরা এবার একক শক্তিতে জম্মু কাশ্মীরে সরকার গড়তে উঠেপড়ে লেগেছেন। বিরোধীদের অভিযোগ, রাজ্য দখলের লক্ষ্যপূরণেই বহিরাগত ২৫ লাখ মানুষের নাম ওই রাজ্যের ভোটার তালিকায় এবার তোলা হয়েছে। সেই ভোটারদের সিংহভাগ জম্মু কাশ্মীরে কর্মরত সেনা ও আধা সেনার জওয়ান ও অফিসার। রাজনৈতিক মহল মনে করছে, নবি দল গড়লে কিছুটা হলেও লাভ হবে বিজেপির। কারণ, নবির দল ভোট কাটবে কংগ্রেসের।
নবির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গভীর সম্পর্কের কথা মাথায় রেখেই তাঁর দল গড়া ও কংগ্রেসের ভোট কাটা নিয়ে জল্পনা চড়েছে। মাস কয়েক আগে নবি রাজ্যসভা থেকে বিদায় নেওয়ার দিনে প্রধানমন্ত্রী সংসদে হাজির হয়ে তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। তখন জল্পনা ছড়িয়েছিল, নবিকে কংগ্রেস ছাড়া করে উপরাষ্ট্রপতি করবেন মোদী। শেষ পর্যন্ত তা হয়নি।
দলগুলির আয়ের ৩৬ শতাংশই অজানা সূত্র, গোপন উপার্জনে বিজেপির চাইতে এগিয়ে কংগ্রেস