শেষ আপডেট: 13th August 2024 21:17
দ্য় ওয়াল ব্য়ুরো: আরজিকরে ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে খুনের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে কড়া পদক্ষেপ করলেন তৃণমূলের ঘাটালের সাংসদ অভিনেতা দেব।
আগামীকাল বুধবার, ১৪ অগস্ট দেবের ছবি 'খাদান'-এর টিজারের মুক্তি পাওয়ার কথা ছিল। এদিন সন্ধেয় সোশ্যাল মাধ্যমে পোস্ট করে তা স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস'-এর তরফে।
পোস্টে দেবের প্রোডাকশন সংস্থার তরফে লেখা হয়েছে, "আর জি কর-এর মর্মান্তিক ও ভয়াবহ ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা প্রত্যেকে গভীরভাবে শোকাহত এবং ক্ষুব্ধ। এই ধরনের নৃশংসতার বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদে , আমরা আমাদের ছবি 'খাদান'-এর টিজারের মুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।"
কেন এই সিদ্ধান্ত তার ব্যাখ্যাও দিয়েছেন অভিনেতা দেব। সোশ্যাল মাধ্যমে তিনি লিখেছেন, "এই সময় আমাদের সকলের মনোযোগ ওই মহিলা চিকিৎসকের বিচারের দিকে থাকা উচিত। আমরা দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাই। আমরা ন্যায়বিচারের পাশে আছি।"
প্রসঙ্গত, শনিবার রাতেই সোশ্যাল মাধ্যমে 'খাদান'-এর টিজার মুক্তির সুখবর জানিয়েছিলেন দেব। কিন্ত পরিবর্তিত পরিস্থিতিতে মানবিকতার খাতিরে সেই সিদ্ধান্ত স্থগিতের সিদ্ধান্ত নিলেন দেব। প্রসঙ্গত, গত শনিবার থেকেই শহরের বাইরে রয়েছেন ঘাটালের তৃণমূল সাংসদ।
আরজি কর কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় গ্রেফতার হয়েছে। তবে অনেকের সন্দেহ তার সঙ্গে আরও কেউ জড়িত আছে এই ঘটনায়। তাই আসল দোষীদের শাস্তির দাবিতেই চলছে লাগাতার আন্দোলন, আর তার জেরেই কর্মবিরতি। জুনিয়র ডাক্তারদের স্পষ্ট দাবি, দোষীদের কঠোর শাস্তি যতক্ষণ না হবে ততক্ষণ আন্দোলন চলবে। এই ঘটনায় দোষীর ফাঁসির দাবিও তোলা হয়েছে।
গত শুক্রবার সকাল থেকে গোটা রাজ্য তোলপাড় আরজি কর কাণ্ড নিয়ে। ধীরে ধীরে ঘটনার প্রতিবার রাজ্যের সীমানা অতিক্রম করে গোটা দেশেই ছড়িয়ে গেছে। জায়গায় জায়গায় হচ্ছে মিছিল, বিক্ষোভ। একাধিক মেডিক্যাল কলেজ থেকে শুরু করে স্কুল-কলেজের পড়ুয়ারা, সাধারণ মানুষও রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। একই ছবি ধরা পড়ছে সোশ্যাল মিডিয়া জুড়েও। সেখানেও চলছে দেদার লেখালেখি। প্রতিবাদের ঝাঁজ যে প্রতিনিয়ত বাড়ছে তা বলাই বাহুল্য। এবার তাতে শামিল হলেন দেবও।