শেষ আপডেট: 30th July 2024 15:32
দ্য ওয়াল ব্যুরো: মানুষের মন পরে জয় করবেন, আগে দলের কর্মীদের মন জয় করুন। লোকসভা ভোট পরবর্তী বৈঠকে নিজের সাংসদ এলাকার নেতাদের উদ্দেশে এই বার্তা দিলেন ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব।
দেবের কথায়, "দলের মধ্যে পরস্পরকে সম্মান করতে হবে। এ আমার লোক ও তার লোক, এই জিনিস বন্ধ করতে হবে। দলের নেতৃত্বে যাঁরা রয়েছেন, তাঁদেরকে বলব সকলকে নিয়ে চলতে হবে। মানুষের মন পরে জয় করবেন, আগে দলের কর্মীদের মন জয় করুন।"
ঘাটাল থেকে এবারে ১ লাখ ৮৬ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে হ্য়াটট্রিক করেছেন দেব। ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া পশ্চিম বিধানসভা। এই বিধানসভায় এবারে ১৭৬ ভোটে পিছিয়ে রয়েছেন দেব।
সোমবারের পর্যালোচনা বৈঠকে ওই প্রসঙ্গটি টেনে এনে দেব বলেন, "নির্বাচনের সময় আমি অনেক পুরনো কর্মীদের ফোন করে কাজে নামানোর চেষ্টা করেছিলাম। এই কাজটা ব্লকে যাঁরা পদে আছেন, যাঁরা দায়িত্বে আছেন, তাঁরা করবেন না কেন?"
সূত্রের খবর বৈঠকে ব্লক নেতৃত্বর উদ্দেশে দেব এও বলেন, "গোষ্ঠীদ্বন্দ্ব ভুলে সকলকে একসঙ্গে নিয়ে চলতে হবে।"
লোকসভা ভোটের প্রচারে দেবকে বলতে শোনা গিয়েছিল, টিএমসি-কে একমাত্র টিএমসিই হারাতে পারবে। এদিনের বৈঠকে ওই প্রসঙ্গ টেনে তৃৃণমূল সাংসদ বলেন, "টিএমসিকে টিএমসিই জেতাতে পারবে। যাঁরা বসে গিয়েছে, ইগো ভুলে তাঁদের ফিরিয়ে আনতে হবে।"
ঘাটালের তৃণমূল সাংসদের এহেন বক্তব্য প্রকাশ্যে আসতে কটাক্ষ ধেয়ে এসেছে পদ্ম শিবির থেকে। যদিও তা উড়িয়ে তৃণমূলের স্থানীয় নেতারা বলছেন, তৃণমূল বলেই গণতন্ত্র রয়েছে। তাই সবাই সবটা বলতে পারেন।