শেষ আপডেট: 30th December 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রথম ‘চিফ অব ডিফেন্স স্টাফ’ হিসেবে বর্তমান সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়তের নাম গতকালই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নরেন্দ্র মোদী সরকার। আজ ৩১ ডিসেম্বর চিফ অব আর্মি স্টাফ বা সেনাপ্রধানের পদ থেকে অবসর নিলেন তিনি। সেই জায়গায় দেশের নতুন সেনাপ্রধান হলেন লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। এতদিন তিনি ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন। তার আগে ছিলেন ইন্টার্ন কম্যান্ডের জিওসি-ইন-সি (জেনারেল অফিসার কম্যান্ডিং ইন চিফ)। এদিন বিদায় সম্বর্ধনার পরে প্রাক্তন সেনাপ্রধান ও বর্তমানে দেশের 'চিফ অব ডিফেন্স স্টাফ' বিপিন রাওয়াত বলেন, "সেনাপ্রধানের পদে লেফটেন্যান্ট জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে আদর্শ। আমি জানি উনি দেশের প্রতিরক্ষাকে এক অন্যমাত্রায় নিয়ে যাবেন।" https://twitter.com/adgpi/status/1211907666420928512 চলতি বছর ১ সেপ্টেম্বর লেফটেন্যান্ট জেনারেল দেবরাজ আনবুর অবসরের পর থেকে ভারতীয় বাহিনীর উপপ্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন নারাভানে। তার আগে ছিলেন ইস্টার্ন কম্যান্ডের প্রধান। ভারত-চিন সীমান্তের প্রায় চার হাজার কিলোমিটার নজরদারির দায়িত্ব থাকে ইস্টার্ন কম্যান্ডের উপর। ইস্টার্ন কম্যান্ডের জিএসি-ইন-সির আগে তিনি সেনা প্রশিক্ষণ কম্যান্ডের জিওসি-ইন-সির পদে ছিলেন।