শেষ আপডেট: 22nd February 2024 22:02
দ্য ওয়াল ব্যুরো: মহকুমা পরিষদের সভাধিপতি পদে ওবিসি সংরক্ষিত আসনে জেনারেল ক্যাটেগরির প্রার্থী? এই ঘটনা নিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। ঘটনা শিলিগুড়ির। অভিযোগ, ওবিসিদের সঙ্গে সংরক্ষিত আসনটি দখল করে নিয়েছেন জেনারেল ক্যাটেগরির প্রার্থী।
শিলিগুড়ি মহকুমা পরিষদে সভাধিপতি পদটি ওবিসি সংরক্ষিত ছিল। অভিযোগ, ওই পদ দখল করেছেন জেনারেল ক্যাটাগরির প্রার্থী। বিগত পঞ্চায়েত নির্বাচনে অরুন ঘোষ জেনারেল ক্যাটেগরিতে নির্বাচনে অংশ নিয়েছিলেন। ভোটে জেতার পর এবার তিনি মহকুমা পরিষদের সভাধিপতি হয়েছেন। অভিযোগ, ওই পদটি ওবিসিদের জন্য সংরক্ষিত ছিল। এই নিয়েই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরণ্ময় ভট্টচার্যর ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। মামলাকারীর আইনজীবী সওয়ালে বলেন, কোনও প্রার্থী যে ক্যাটেগরিতে ভোটে অংশ নেবেন তাঁকে সেই ক্যাটেগরির আসনেই পদ গ্রহণ করতে হবে। এই নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকাও আছে।
মামলাকারী আইনজীবীর আরও দাবি, বিষয়টি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে অভিযোগ জানালেও কোনও ব্যবস্থা নেয়নি কমিশন। এদিনের শুনানিতে অবশ্য কমিশনের তরফে কোনও আইনজীবী আদালতে ছিলেন না। তাই আপাতত কমিশনকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি হবে ১৬ মার্চ।