শেষ আপডেট: 25th September 2023 11:46
দ্য ওয়াল ব্যুরো: পামোলিভ কা জবাব নেহি... সেই বিজ্ঞাপনী বার্তা মনে আছে? যিনি সেইসময় এটা বলে ওই পণ্যকে বিখ্যাত করেছিলেন, সেই কপিলদেব (Kapil dev) এবার অন্য ভূমিকায়।
সোমবার দুপুরে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) একটি টুইট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, কপিলকে হাত বেঁধে নিয়ে যাচ্ছে কয়েকজন। তাদের দুষ্কৃতী বলে মনে হয়েছে।
কপিলের মতো বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়কের এমন ভয়ঙ্কর দশা দেখে অনেকেই শিউরে উঠেছেন। সত্যিই কি কপিলকে কোনও দুষ্কৃতী দল তুলে নিয়ে যাচ্ছে? এই নিয়ে আলোচনা চলতেই থাকে। অনেকেই গুগলে কপিল লিখে সার্চ করতে থাকেন, বিষয়টা কী!
গম্ভীর অবশ্য ভিডিও আপলোড করে লিখেছেন, আপনারা কি কেউ এই ভিডিও ক্লিপটি পেয়েছেন? আশা করি, এটা আসল কপিলদেব নন। এবং কপিল পাজি নিশ্চয়ই ভাল আছেন।
তারপর স্বস্তির শ্বাস ফেলেছেন নেটিজেনরা। মনে করা হচ্ছে, এটাও কোনও বিজ্ঞাপনী চমক হতে পারে। কপিল এখনও সমানভাবেই বিজ্ঞাপনের অন্যতম সেরা মুখ। তাই তাঁকে বিজ্ঞাপনে অভিনবভাবে ব্যবহার করা হতে পারে। সেটাই মনে করছেন অনেকেই।