শেষ আপডেট: 9th January 2023 18:34
দ্য ওয়াল ব্যুরো: সব ধরনের ফুটবল থেকে অবসর (Retirement) নিলেন গ্যারেথ বেল (Gareth Bale)। মাত্র ৩৩ বছরেই আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল থেকে সরে গেলেন তিনি। বেল মোট ৫ বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের ফুটবলার ছিলেন এই নামী তারকা।
বেল রিয়াল মাদ্রিদে খেলার সময় নিজে যেমন গোল করতেন। তেমনি দলের বাকিদের দিয়েই গোল করিয়েছেন। বেল বিখ্যাত ছিলেন দুম করে প্রতিপক্ষ দলের জালে শট মারতেন। এমন ভাবে বহুবার গোলও করেছেন।
কাতার বিশ্বকাপে বেলের দল ওয়েলস প্রায় ছয় দশক পরে মেগা ইভেন্টে খেলার সুযোগ পেয়েছিল। কিন্তু প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় তারা। এটা বেলের পক্ষে সম্মানজনক ছিল না। তখনই মিডিয়াকে জানিয়ে দিয়েছিলেন তিনি আর আন্তর্জাতিক ম্যাচে খেলবেন না। তিনি তো সেটা করলেন। এমনকি ক্লাব ফুটবল থেকেও বিদায় নিলেন। বেল অবসর নেওয়ায় এক বর্ণময় চরিত্রকে হারাল ফুটবল দুনিয়া।
১৬ বছর বয়সে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা শুরু করেন। টটেনহামে দুরন্ত খেলার পরে তিনি রিয়াল দলে যোগ দেন। তারপরই বেলের খেলা নিয়ে আলোচনা হতে থাকে। ২০১৩ সালে রেকর্ড অর্থে তিনি রিয়াল মাদ্রিদ দলে যোগ দিয়েছিলেন।
তিনি ছিলেন তারকার তারকা। রঙিন পোষাক পরে মাঠে নামতেন।
বেলের অবসরে দারুণ এক ফুটবলারকে মিস করবেন বিশ্বের ফুটবল প্রেমীরা।
স্বামীর মৃত্যুর তিন সপ্তাহ পরে স্ত্রীও চলে গেলেন, জিম্বাবোয়ে ক্রিকেটে আচমকা বজ্রপাত