শেষ আপডেট: 18th March 2024 12:02
দ্য ওয়াল ব্যুরো: গার্ডেনরিচের ঘটনাই একমাত্র দৃষ্টান্ত নয়। নির্মীয়মাণ বাড়ি-সেতু ভেঙে পড়ার ঘটনা কলকাতা বা রাজ্যবাসীর কাছে এমন কিছু নতুন বিষয় নয়। যার কোনওটিতে একাধিক প্রাণহানির মুখোমুখি হতে হয়েছে। কোনওটিতে ভাগ্যজোরে বেঁচে গিয়েছেন অনেকে। এবং সব ক্ষেত্রেই অভিযোগ উঠছে বেআইনি নির্মাণ অথবা রদ্দি মালমশলা দিয়ে তৈরি করার। কয়েকটি দৃষ্টান্তের দিকে পিছন ফিরে দেখা যাক।
• ১৯৮৯ সাল, ১৯ জুন: কুন্ডলিয়া বাড়ি ভেঙে পড়ে। মৃত্যু হয় ১১ জনের। ভবানীপুর এলাকায় নতুন তৈরি বহুতল ভেঙে একতলার প্রায় সব বাসিন্দার মৃত্যু হয়।
• ১৯৯৩ সাল, ১৬ মার্চ: বউবাজারে বোমা বিস্ফোরণে ভেঙে পড়ে দুটি বাড়ি। মৃতের সংখ্যা ছিল ৬৯। রশিদ খানের নাম সেই প্রথম প্রকাশ্যে আসে। ওখানে আরডিএক্স মজুতের অভিযোগ ছিল।
• ১৯৯৫ সাল, ২৭ জুলাই: দক্ষিণ কলকাতার অভিজাত আবাসন শিবালিক ভেঙে পড়ে রাতের অন্ধকারে। গভীর ঘুমের মধ্যেই মৃত্যু হয় ১৬ আবাসিকের। বাড়িটি ১০ বছরের পুরনো ছিল।
• ২০১৩ সাল, ৩ মার্চ: ভিআইপি রোড-উল্টোডাঙা সংলগ্ন ১২৮ ফুটের একটি গার্ডার ভেঙে পড়ে ভোর ৪টে ১০ মিনিট নাগাদ। একটি ট্রাকের চারজন আশ্চর্যজনকভাবে প্রাণে বেঁচে যান।
• ২০১৬ সাল, ১ এপ্রিল: গণেশ টকিজের সামনে দুপুর ১২টা ৪৭ মিনিট নাগাদ হুড়মুড় করে ভেঙে পড়ে বিবেকানন্দ সেতু। ওই ঘটনায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়। দীর্ঘক্ষণ সেতুর তলায় আটকে পড়েছিলেন অনেকে। সেবারেও পরের মাসেই ছিল বিধানসভা ভোট।
• ২০১৭ সাল, ২৫ জুলাই: বউবাজারে একটি বাড়ি ভেঙে ২ জনের মৃত্যু হয়।
• ২০১৯ সাল, ৩ সেপ্টেম্বর: মঙ্গলবার কলকাতা ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কারণে বউবাজার এলাকার তিনটি বাড়ি ভেঙে পড়ে। স্যাঁকরাপাড়া ও দুর্গা পিটুরি লেনের বাড়িগুলিতে আগেই ফাটল ধরেছিল। আগের রবিবারই বাড়িগুলির বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়।
• ২০২০ সাল, ৫ জানুয়ারি: বর্ধমান রেল স্টেশনের একাংশ ভেঙে পড়ে। শতবর্ষ প্রাচীন এই স্টেশনের মেরামতির কাজ চলছিল। সেই সময় যাত্রী ছাউনি হুড়মুড় করে ভেঙে পড়ে।
• ২০২০ সাল, ১৬ ফেব্রুয়ারি: মালদহ জেলার ফরাক্কায় একটি নির্মীয়মাণ সেতু ভেঙে একজনের মৃত্যু হয়। রাত ৮টা নাগাদ দ্বিতীয় ফরাক্কা সেতুর একটি গার্ডার ভেঙে পড়ে।
• ২০২০ সাল, ১৩ জুন: পশ্চিম মেদিনীপুরে ভোররাতে একটি তিনতলা বাড়ি ভেঙে পড়ে। দাসপুর ব্লকের একটি খাল সংস্কারের কারণে মাটি সরে গিয়ে বাড়িটি ভেঙে পড়ার অভিযোগ ওঠে। বাড়িটি নির্মাণবিধি ভঙ্গ করে খালের পাশে গড়ে ওঠার অভিযোগও ছিল।
• ২০২০ সাল, ২৭ অগাস্ট: কলকাতার বেলেঘাটা অঞ্চলে ভোররাতে প্রায় ১৫০ বছরের পুরনো একটি বাড়ি ভেঙে এক বৃদ্ধার মৃত্যু হয়।