শেষ আপডেট: 4th May 2018 08:24
দ্য ওয়াল ব্যুরো: মহিলা পুলিশ কনস্টেবল আর দুধর্ষ গ্যাংস্টার। দু'জনে পরস্পরের প্রেমে হাবুডুবু। সেই মহিলা আবার গোপনে গ্যাংস্টারকে জানিয়ে দিচ্ছিলেন পুলিশ তাকে ধরবার জন্য কী প্ল্যান ভাঁজছে। সেকথা জানাজানি হতে বিরাট কেলেঙ্কারি। মহিলা কনস্টেবলের নাম প্রীতি কুমারী। প্রেমিকের নাম মিঠু শাহ। সে বিহারের সিতামারহি থানা এলাকায় মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। তার বেপরোয়া জীবনযাত্রাই নাকি আকর্ষণ করত প্রীতিকে। সে থাকত সিতামারহি থানার পুলিশ লাইনে। মিঠু পুলিশ লাইনে গিয়ে দেখা করত প্রীতির সঙ্গে। বাঘের ঘরেই যে ঘোঘ বাসা বেঁধেছে দীর্ঘদিন বুঝতেই পারেনি পুলিশ। প্রথমে সিতামারহির পুলিশ সুপার হরি প্রসাদের সন্দেহ হয়েছিল। সেইমতো তিনি তদন্তের নির্দেশ দেন। তদন্তে জানা যায় গোপনে মন্দিরে গিয়ে বিয়েও করেছিল প্রীতি আর মিঠু। সব কথা শুনে ভয়ংকর চটে যান পুলিশ সুপার। তিনি বলেন, ওই কনস্টেবল এক অপরাধীকে বিয়ে করায় কলংকিত হয়েছে পুলিশের ভাবমূর্তি। সেজন্য তিনি প্রীতি কুমারীকে শো-কজ করেছেন। শোনা যাচ্ছে, তার চাকরিও চলে যেতে পারে।