শেষ আপডেট: 22nd September 2023 06:26
দ্য ওয়াল ব্যুরো: রাতের অন্ধকারে বাড়ির দরজা ভেঙে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে চারজন অজ্ঞাত পরিচয় যুবক। অভিযোগ, পরিবারের সদস্যদের সামনেই তিন মহিলাকে গণধর্ষণ (gangrape 3 women) করেছে তারা। শুধু তাই নয়, গয়না, টাকা যা ছিল বাড়িতে সব লুঠ করে পালিয়েছে অভিযুক্তরা।
ঘটনাটি ঘটেছে হরিয়ানার (Haryana) পানিপাত এলাকায়। বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, বুধবার রাতে চারজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র ও ধারাল অস্ত্র নিয়ে পানিপত এলাকার একটি বাড়িতে হানা দেয়। ওই বাড়ির তিন মহিলাকে ছাড়া বাকিদের দড়ি দিয়ে হাত-পা বেঁধে ফেলে তারা। তারপর তাঁদের সামনেই তিন মহিলাকে গণধর্ষণ করে দুষ্কৃতীরা।
একই দিনে আরও একটি ঘটনা ঘটেছে পানিপতে। যেখানে গণধর্ষণের ঘটনা ঘটেছে, সেই জায়গা থেকে এক কিলোমিটার দূরে এক মহিলাকে খুন করার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রের খবর, সেখানেও ডাকাতির ঘটনা সামনে এসেছে। এক ব্যক্তিকে বেঁধে রেখে তাঁর স্ত্রীর ওপর হামলা করা হয়। তারপর গয়না ও টাকা লুঠ করে পালায় দুষ্কৃতীরা।
পুলিশের সন্দেহ এই দুই ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে। একই গ্যাংয়ের কীর্তি বলে মনে করছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেওয়া হয়েছে ইতিমধ্যেই। এলাকার সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।
আরও পড়ুন: প্রিজন ভ্যান খুলে রেখে খেতে যাওয়ার ফল, পালাল ৩ ডাকাত! সাসপেন্ড ৮ পুলিশকর্মী