শেষ আপডেট: 16th August 2022 09:31
দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে (Maharashtra) ঔরঙ্গাবাদ জেলার একটি ১৭ বছরের (17 years girl) মেয়েকে বারংবার ধর্ষণ (gang rape) করার অভিযোগ উঠলো ৬ জনের বিরুদ্ধে। তাদের মধ্যে এক নাবালকও রয়েছে।
এদের মধ্যে একজন এদিন একটি খামার বাড়িতে মেয়েটিকে ধর্ষণ করে। জানা যায়, সে কন্নাদ তালুকের বাসিন্দা। এই ধর্ষণের ঘটনা থেকেই পুরো বিষয়টা সামনে আসে।
মেয়েটির বাবা মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ১৯ থেকে ৩৩ বছর বয়সী ৫ জনকে গ্রেফতার করেছে। নাবালক ধর্ষককেও আটক করেছে পুলিশ।
এই ঘটনা ২ মাস আগের হায়দরাবাদের গণধর্ষণ কাণ্ডের কথা মনে করিয়ে দেয়। মার্সিডিজ গাড়ির ভেতরে ১৭ বছরের এক নাবালিকার ওপর পৈশাচিক নির্যাতন চালিয়েছিল ছ’জন।
অভিযুক্তদের মধ্যে তিন জন ছিলও নাবালক। নির্যাতিতার বয়ানে ১৮ বছরের এক ছাত্রকে গ্রেফতার করেছিল পুলিশ। পুলিশ জানিয়েছিল, ধৃত ও আটক তরুণেরা সকলেই কমবয়সী এবং প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য।
চলন্ত ট্রেনের সামনে দুই সন্তান নিয়ে ঝাঁপ দিলেন মা, স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়েই এই কাণ্ড