শেষ আপডেট: 4 September 2023 01:38
দ্য ওয়াল ব্যুরো: একটা দুটো নয়। একেবারে দুশোটা। মহিলার পিত্তথলি থেকে ২০০ খানা পাথর (Gallstones) বের করলেন ডাক্তারবাবুরা। ডানকুনির বাসিন্দা দীর্ঘদিন ধরেই পেটের ব্যথায় ভুগছিলেন। আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে গলব্লাডারে স্টোন। অপারেশন করতে গিয়ে চোখ কপালে ওঠে ডাক্তারদের।
কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন তাপসী। তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা ডা. দেবাশিস সরকার জানিয়েছেন, তাপসীর গলব্লাডারে প্রদাহ হচ্ছিল। প্রথমে ওষুধ দিয়ে ব্যথা কমানো হয়। তারপর ল্যাপারোস্কোপিক সার্জারি করতে গিয়েই অবাক হন ডাক্তাররা। দেখা যায়, মহিলার পিত্তথলিতে শয়ে শয়ে পাথর। ছোট-বড় মিলিয়ে অন্তত ২০০ খানা পাথর (Gallstones) বের করেন ডাক্তাররা। ডাক্তারবাবু বলছেন, গলব্লাডারে একসঙ্গে এত পাথর বিরল ব্যাপার।
পিত্তথলির পাথর আসলে ছোট ছোট মটরের দানা বা তার চেয়েও বড় শক্ত দানাদার বস্তু, যা বিভিন্ন রঙের ও বিভিন্ন আকৃতির হতে পারে। এটা নির্ভর করে কী পদার্থ দিয়ে পাথর তৈরি হয় তার ওপর। কোলেস্টেরল, বিলিরুবিন বা ক্যালসিয়াম ইত্যাদি পদার্থের সংমিশ্রণে তৈরি এই পাথরগুলো পিত্তরসের সঙ্গে মেশানো থাকে। হালকা বাদামি, ময়লাটে সাদা বা কালো রঙের হতে পারে এই পাথর। পেটের ডানদিকে লিভারে পিছনে ও নীচের দিকে পিত্তথলি থাকে। এখানেই পিত্তরস তৈরি হয়। এর কাজ হল বিপাকক্রিয়ায় সাহায্য করা অর্থাৎ হজমে সাহায্য করা। নানা কারণে পিত্তথলিতে বিভিন্ন পদার্থ জমে গিয়ে পাথর তৈরি করে।
গলব্লাডারে পাথর (Gallstones) নিয়ে ভুগছেন এমন রোগী প্রতি ঘরে ঘরে৷ রক্তে কোলেস্টেরল বাড়লে বা বিলিরুবিনের মাত্রা বাড়লে পিত্তরসের ক্ষরণে বাধা আসে। তখন সেই পিত্তরস পিত্তথলিতে জমে পাথর তৈরি করে। কারও যদি হিমোলাইটিক অ্যানিমিয়া বা থ্যালাসেমিয়া থাকে সেক্ষেত্রেও গলব্লাডারে স্টোন হয়৷ ডাক্তারবাবুরা বলছেন, অনিয়মিত খাদ্যাভ্যাস, হরমোনাল অসুখ, কোলেস্টেরলের বাড়বাড়ন্ত গলস্টোনের (Gallstones) অন্যতম কারণ। প্রচুর গর্ভনিরোধক বড়ি খেয়েছেন একসময় এমন মহিলাদের গলব্লাডারে স্টোন হওয়ার আশঙ্কা বেশি। ঘন ঘন উপোস করা, অসময়ে খাওয়া, মেনোপজের পর হরমোন থেরাপি করাচ্ছেন এমন মহিলাদের গলব্লাডারে স্টোন হওয়ার ঝুঁকি বেশি।
আরও পড়ুন: এবার এগরার নার্সিংহোমে শিশুপাচার চক্রের খোঁজ, ২ লক্ষ টাকায় বিক্রি ৪ দিনের সদ্যোজাত