শেষ আপডেট: 14th July 2018 06:18
পেট্রল, ডিজেলের দাম বাড়ল
দ্য ওয়াল ব্যুরো : শনিবার ফের বাড়ল তেলের দাম। এই নিয়ে পর পর তিন দিন জ্বালানির মূল্যবৃদ্ধি ঘটল। ১৪ জুলাই সকাল ছটা থেকে পেট্রল ও ডিজেলের বর্ধিত দাম কার্যকর হচ্ছে। এখন দিল্লিতে পেট্রলের এক লিটারের দাম ৭৬ টাকা ৯৫ পয়সা, মুম্বইতে ৮৪ টাকা ৩৩ পয়সা, কলকাতায় ৭৯ টাকা ৬১ পয়সা এবং চেন্নাইতে ৭৯ টাকা ৮৭ পয়সা। দিল্লিতে ডিজেলের দাম লিটার পিছু ৬৮ টাকা ৬১ পয়সা, মুম্বইতে ৭২ টাকা ৮০ পয়সা, কলকাতায় ৭১ টাকা ১৬ পয়সা এবং চেন্নাইতে ৭২ টাকা ৪৩ পয়সা।