শেষ আপডেট: 19th October 2024 09:54
দ্য ওয়াল ব্যুরো: সোমবারের মধ্য়ে দাবি পূরণ না হলে মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে ধর্মঘটের ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। সরকারি-বেসরকারি সব ক্ষেত্রেই পালিত হবে এই ধর্মঘট। এব্যাপারে সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠকের পরই এই হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।
যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল তৈরি হয়েছে। এরই মধ্যে ন্যায়বিচারের দাবিতে শনিবার দুপুরে আরজি কর-কাণ্ডে নিহত চিকিৎসকের সোদপুরের বাড়়ি থেকে সোদপুর পর্যন্ত রিলে মিছিলের ডাক দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা।
দুপুর ২টোয় শুরু হবে এই মিছিল। তবে ১৯ কিলোমিটারের দীর্ঘ এই পথ মিছিল হলে শহরে যানজট তীব্রতর হতে পারে। তাতে সমস্যায় পড়তে পারেন সাধারণ মানুষ। তাই রিলে পদ্ধতিতে ন্যায়বিচার যাত্রা এসে ধর্মতলায় পৌঁছবে।
প্রসঙ্গত, আরজি কর ইস্যুতে ১০ দফা দাবিতে গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনকারীদের বক্তব্য, দাবি পূরণ না হওয়াতেই এবার অনশনের পাশাপাশি ধারাবাহিক কর্মসূচি নেওয়া হচ্ছে।
এদিকে আন্দোেলনকারীদের সমর্থনে শনিবার শহরে একগুচ্ছ কর্মসূচি নিয়েছে একাধিক সংগঠন। বরানগরের জয়েন্ট এল্যুমনাই ফোরাম অব স্কুলসের তরফে শনিবার বিকেল ৫টা থেকে ২৪ঘণ্টার প্রতীকী অনশনের ডাক দেওয়া হয়েছে। একইভাবে কথাবার্তা, সংস্কৃতি সমন্বয় ও সৌভ্রাতৃত্ব নামক সাংস্কৃতিক সংগঠনের তরফে এদিন থেকে একাডেমি চত্বরে শুরু হয়েছে দ্রোহের সংস্কৃতি। এদিন সকাল ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে সোমবার সকাল ৬টা পর্যন্ত।
যদিও রাজ্যের দাবি, ১০ দফার মধ্যে ৭ দফা মেনে নেওয়া হয়েছে। বাকি তিন দফা দাবি পূরণের প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি সময় সাপেক্ষ। এভাবে ডেডলাইন বেঁধে কাজ করা সম্ভব নয়।