শেষ আপডেট: 24th October 2024 15:01
দ্য ওয়াল ব্যুরো: বঞ্চনার প্রতিবাদে এবার সরব হল প্রধান শিক্ষকদের সংগঠন। অভিযোগ, গত পাঁচ বছর ধরে একই দাবিতে বারংবার শিক্ষা দফতরের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার সুরাহা হয়নি।
চলতি বছরের মধ্যে দাবি পূরণ না হলে আগামী বছরের জানুয়ারি থেকে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুঁশিয়ারি দিয়েছেন অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস। সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মাইতি বলেন, "স্কুলের পঠনপাঠনের সঙ্গে সঙ্গে সামলাতে হয় রাজ্যের একাধিক দানধ্যান প্রকল্পও। ফলে সময়ের সঙ্গে সঙ্গে চাপ বাড়ছে প্রধান শিক্ষকদের। অথচ সেই তুলনায় বেতন বাড়ছে না।"
চন্দনবাবু বলেন, আগে শুধু স্কুলের পঠনপাঠন, পরীক্ষার খাতা দেখা, স্কুল পরিচালনা করার কাজ করতে হত প্রধান শিক্ষকদের। এখন সেখানে শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপোশ্রী, সবুজসাথী, মিড ডে মিল, আয়রন ট্যাবলেট খাওয়ানো, স্কুল ইউনিফর্ম, স্কুল ব্যাগ বিলি- সব কাজই করতে হচ্ছে প্রধান শিক্ষকদের।
তাঁর কথায়, "স্কুল শিক্ষা দফতর তো বটেই সঙ্গে রাজ্যের অন্যান্য বিভিন্ন দফতরের সঙ্গেও যোগাযোগ রাখতে হয়। পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্রদের আয়রন ট্যাবলেট স্বাস্থ্য দফতরের দেওয়ার কাজ। সেটাও আমাদের করতে হয়। এছাড়া তো স্কুলের কাজকর্মও রয়েছে। এত চাপ যে পুজোর ছুটিতেও আমাদের কাজ করতে হয়েছে। অথচ বেতন বৃদ্ধির ক্ষেত্রে দিনের পর দিন আমাদের বঞ্চনা করা হচ্ছে।"
এর প্রতিবাদে বুধবার বিকাশ ভবনে স্মারকলিপি জমা দিয়েছে শিক্ষকদের সংগঠন। দ্রুত বেতন সংক্রান্ত সমস্যার সমাধান না করা হলে জানুয়ারি থেকে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।