শেষ আপডেট: 6th August 2023 12:45
দ্য ওয়াল ব্যুরো: অগস্টের প্রথম রবিবার মানেই বিশ্ব জুড়ে 'ফ্রেন্ডশিপ ডে' (friendship day) পালনের হিড়িক। বন্ধুত্ব দিবস পালনে পিছিয়ে নেই জোম্যাটো খাবার সরবরাহকারী সংস্থাও। রবিবার এই সংস্থার প্রধান (zomato head) দীপিন্দর গোয়েলের অভিনব উদ্যোগ মন কেড়ে নিল নেটিজেনদের।
জোম্যাটোর নাম লেখা পোশাক পরে এবং পিঠে খাবার ডেলিভারির ব্যাগ নিয়ে বাইকে চড়ে বেরিয়ে পড়েছেন দীপিন্দর, দেখা যায় ছবিতে। তাঁর হাতে ছিল এক গুচ্ছ ফ্রেন্ডশিপ ব্যান্ড। রাস্তায় খাবার ডেলিভারি করা অন্যান্য জোম্যাটো কর্মী, সাধারণ মানুষ এবং ক্রেতাদের তিনি এই ব্যন্ড পরাবেন বলে জানান টুইটারের সেই ছবিতে।
দীপিন্দরের এই ব্যক্তিগত উদ্যোগ মন ছুঁয়ে গেছে নেটিজেনদের। ক্রেতা থেকে সাধারণ জোম্যাটো কর্মী সকলের দিকেই তিনি সমান ভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছেন এই বিষয়টি যেমন কুর্নিশযোগ্য তেমনই পাশাপাশি নিজে কোম্পানির মালিক হয়েই অবলীলায় মিশে যাচ্ছেন সাধারণ জোম্যাটো কর্মীদের ভিড়ে, দীপিন্দরের এই সাধারণত্বও মন ছুঁয়েছে সকলের।
প্রসঙ্গত, দীপিন্দরের এই উদ্যোগ প্রথমবার নয়। এর আগেও বেশ কয়েক বার একাধিক অনুষ্ঠানে যখনই জোম্যাটোতে অর্ডার সংখ্যা বেড়েছে তখনই নিজেই জোম্যাটোর উর্দি গায়ে চাপিয়ে তিনি নিজেই বেরিয়ে পড়েছেন ডেলিভারি দিতে। ফলে, নেটিজেনদের কাছে আগে থেকেই প্রিয় পাত্র ছিলেন দীপিন্দর। আজকের এই উদ্যোগ নতুন করে প্রশংসা কুড়িয়ে নিল।
তরুণীর প্রেমের গুঁতোয় জেরবার জোম্যাটো! তাদের কাতর আর্তি শুনে হাসির রোল নেটপাড়ায়