শেষ আপডেট: 4th May 2020 01:00
লকডাউনে পিছিয়েছে জয়েন্ট ও নিট পরীক্ষা, নতুন তারিখ ঘোষণা হতে পারে কালই, জানিয়েছে মন্ত্রক
দ্য ওয়াল ব্যুরো: আগামী কাল অর্থাৎ মঙ্গলবার, ৫ তারিখ জয়েন্ট মেন এবং এনআইআইটি পরীক্ষা দিন ঘোষণা করা হতে পারে মানবসম্পদ ও উন্নয়ন মন্ত্রকের তরফে। কেন্দ্রীয় মন্ত্রক সূত্র থেকে এমনটাই জানানো হয়েছে রবিবার।
১১ এপ্রিল জয়েন্ট এবং ৩ মে নিট পরীক্ষা-- এমনই কথা ছিল আগে থেকেই। জয়েন্টের জন্য ৯ লক্ষ এবং নিটের জন্য ১ লক্ষ পরীক্ষার্থী সেই মতোই প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ায় সব পরিকল্পনা বদলে যায়। সংক্রমণ রুখতে মার্চ মাস থেকে দেশজুড়ে চলা লকডাউনের কারণে সমস্ত পরীক্ষাই মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত স্থগিত করার কথা ঘোষণা করা হয়।
এই পরিস্থিতিতে আবার কবে হবে পরীক্ষা, তা নিয়ে ধোঁয়াশা ও কৌতূহলে রয়েছেন সকলেই।এই পরিস্থিতিতে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক টুইট করে জানিয়েছেন, তিনি কয়েকটি পেজের মাধ্যমে ৫ মে দুপুর ১২টার সময় লাইভ কথোপকথনে অংশ নেবেন। সেখানে সকলকে যোগ দিতে অনুরোধ করেছেন তিনি। জানিয়েছেন, সেখানেই চেষ্টা করবেন শিক্ষার্থীদের সমস্যা সমাধান করতে এবং তাঁদের প্রশ্নের উত্তর দিতে।
দেখুন সেই টুইট।
https://twitter.com/DrRPNishank/status/1256162235275251714মনে করা হচ্ছে, এদিনের লাইভের পরেই জয়েন্ট এন্ট্রান্সের মেন পরীক্ষা ও নিট পরীক্ষার দিন ঘোষণা করা হতে পারে মন্ত্রকের তরফে। আগেই ইঙ্গিত মিলেছিল স্থগিত করা পরীক্ষাগুলো নেওয়া হতে পারে জুন মাসে। সে কথাই সত্যি হবে কিনা তাও বোঝা যাবে ৫ তারিখে মন্ত্রক কী ঘোষণা করে, তার পরেই।