গ্রাফিক্স- দ্য ওয়াল।
শেষ আপডেট: 23 January 2025 13:19
দ্য ওয়াল ব্যুরো: এ বলে আমাকে দ্যাখ, তো ও বলে আমায়। যেন ট্রেন বাতিলের প্রতিযোগিতা চলছে!
শিয়ালদহ-হাওড়া ডিভিশনে ঘন ঘন ট্রেন বাতিল নিয়ে এমনই বক্তব্য রেলযাত্রীদের। একরাশ ক্ষোভ উগড়ে নিত্যযাত্রীদের বক্তব্য, পরিষেবা উন্নতির কথা বলে প্রতি মাসেই টানা কয়েকদিন ট্রেন বাতিল করছে রেল কর্তৃপক্ষ। কিন্তু পরিষেবার মানোন্নয়নের নামে নির্দিষ্ট সময়ে ট্রেন চলা তো দূরে থাক, ট্রেন যেন আরও দেরিতে চলছে।
ঘটনার সূত্রপাত, ২৩ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার থেকে রবিবার ২৬ জানুয়ারি পর্যন্ত একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে হাওড়া ডিভিশনে। তারপরই সামনে এসেছে শিয়ালদহ রুটেও ২৩ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত একাধিক ট্রেন বাতিলের ঘোষণা।
হাওড়ার সালকিয়ায় ১২০ বছরের পুরানো বেনারস রোড ব্রিজ এবং হাওড়া ময়দান এর কাছে ৯১ বছরের পুরনো চাঁদমারি ব্রিজ ভেঙে ফেলা হবে। একইভাবে বালিঘাট ও বালিহল্ট ব্রিজের মাঝেও সংস্কারের কারণে টানা চারদিনে প্রায় ৩০০ ট্রেন বাতিলের ঘোষণা করেছে রেল।
বিষয়টি প্রকাশ্যে আসতেই যাত্রীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। নিত্যযাত্রীদের কথায়, গত বছর থেকে দুই ডিভিশনের একাধিক রুটে লাইন সংস্কারের নামে প্রায় প্রতিমাসেই গড়ে বেশ কয়েকদিন করে একাধিক ট্রেন বাতিল, কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। কিন্তু তাতে সময়ে ট্রেন গন্তব্যে পৌঁছানোর যে প্রতিশ্রুতি রেল দিয়েছিল, তা আজও পূরণ হয়নি। বরং সময়ের সঙ্গে সঙ্গে দুটি ডিভিশনেই সিংহভাগ ট্রেন চলছে সময়ের থেকে অনেকটাই দেরিতে।
যাত্রীদের কথায়, এর ফলে কখনও একটি ট্রেনে দুটি ট্রেনের ভিড়। আবার পরের ট্রেনটিতে কার্যত মাছি তাড়ানো হাল। সময়ের ট্রেন সময়ে চললে এই সমস্যা হবে না বলেই দাবি রেল যাত্রীদের। তবে রেল কর্তৃপক্ষর দাবি, শীঘ্রই সমস্যার সমাধান হবে।