শেষ আপডেট: 6th March 2023 08:37
দ্য ওয়াল ব্যুরো: নিউটাউনে কল সেন্টারের আড়ালে আন্তর্জাতিক প্রতারণা চক্র (Fraud circle) চালানোর অভিযোগ উঠল দুই ব্যবসায়ীর বিরুদ্ধে। হাওড়ার লিলুয়া থেকে অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করেছে নিউটাউন থানার পুলিশ। গ্রেফতার হয়েছে হাওড়ার লিলুয়ার দাসপাড়ার বাসিন্দা গৌরব ও সৌরভ সোনি। গতকাল লিলুয়ার কল সেন্টারের (call center) মালিক সোনি ভাইদের বাড়িতে দীর্ঘক্ষণ পুলিশ তল্লাশি চালায় এবং তারপরেই তাদের দুজনকেই গ্রেফতার করে।
কম্পিউটারের সফটওয়ার সংক্রান্ত পরিষেবা দেওয়ার টোপ দিয়ে ৯০ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। যার জেরে আত্মঘাতী হন এক মার্কিন নাগরিক। কল সেন্টারের আড়ালে আন্তর্জাতিক প্রতারণা চক্র চালানোর অভিযোগ রয়েছে তাদের নামে। লিলুয়ার দাসপাড়ার বাসিন্দা গৌরব ও সৌরভ সোনির প্রাসাদসম বাড়ি ছাড়াও রয়েছে বেশ কয়েকটি বিলাসবহুল দামি গাড়ি।
স্থানীয়দের দাবি, সাধারণ অবস্থা থেকে গত কয়েকবছরে দ্রুত জীবনযাত্রা বদলেছে সোনি ভাইদের। বেড়েছে সম্পত্তির পরিমানও। পুলিশ সূত্রে খবর, নিউটাউনে কল সেন্টার খুলে বিদেশিদের প্রতারণা শুরু করে অভিযুক্তরা। সম্প্রতি ওই কল সেন্টারে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় ১৩ লক্ষ ৭৪ হাজার টাকা এবং ৫৩টি কম্পিউটার।
জানা গিয়েছে, নিজেদেরকে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ বলে পরিচয় দিয়ে ধৃতরা ফোন করতেন বিদেশি নাগরিকদের। টোপ দেওয়া হত সফটওয়ার সংক্রান্ত পরিষেবা দেওয়ার। পুলিশ জানিয়েছে, গত বছর ৯০ বছরের এক মার্কিন নাগরিকের সঙ্গে যোগাযোগ করে অভিযুক্তরা। অভিযোগ, প্রতারণা করা হয় প্রায় ৯০ লক্ষ টাকা। সেই বিদেশি নাগরিকের পরিবারের দাবি, গত বছরের শেষের দিকে আত্মঘাতী হন ওই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, তদন্তে নেমে এফবিআই একটি ইমেল আইডি উদ্ধার করে। গুগলের সাহায্য নিয়ে মার্কিন তদন্তকারী সংস্থা জানতে পারে ইমেলের আইপি অ্যাড্রেসটি কলকাতার।
এফবিআই, ইন্টারপোল হয়ে মামলা আসে কলকাতা পুলিশের হাতে। তারপরে কোলকাতা পুলিশ তদন্তে নেমে তপসিয়া থেকে গ্রেফতার করে এক অভিযুক্তকে। তাঁকে জেরা করে রাজস্থান থেকে ধরা হয় আরও ২জনকে। ধৃতদের জেরা করে গত ১০ তারিখ পুণে থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত সৈয়দ তারিক কালামকে। তারপরেই এই দুই ভাইয়ের নাম সামনে আসে। পুণে থেকে ধৃত মূলচক্রীর কাছ থেকে বেশ কিছু সিমকার্ড উদ্ধার হয়েছে। এগুলি কাজে লাগিয়েই আমেরিকার নাগরিককে প্রতারণা করা হয় বলে জানা যায়।
পণের দাবিতে নিয়মিত অত্যাচার, মারধর! গলায় দড়ি দিয়ে ঝুলে পড়লেন মহিলা পুলিশকর্মী