শেষ আপডেট: 28th April 2020 11:49
২০০ বছর ধরে মহামারীর সময়ে কোয়ারেন্টাইন সেন্টার হয়েছে ফ্রান্সের এই দ্বীপ, এখন অনিশ্চিত বিচ্ছিন্ন জীবন
দ্য ওয়াল ব্যুরো: আমাদের চোখে এ করোনা মহামারী অভূতপূর্ব একটা বিষয় হলেও, পৃথিবীর ইতিহাসে মহামারী খুব নতুন কিছু নয়। সভ্যতার আদিমকাল থেকেই পৃথিবীকে বারবার এরকম বহু মহামারীর শিকার হতে হয়েছে। আর সেই তখন থেকেই সামাজিক দূরত্বই হয়ে উঠেছে একমাত্র ভরসা। যেমন ফ্রান্সের ফ্রিউল দ্বীপপুঞ্জ। ইতিহাস বলছে, আজ থেকে কয়েকশো বছর আগে সে দেশে মহামারীর সময়ে আইসলেশন সেন্টার হিসেবে কাজ করত এই দ্বীপপুঞ্জ। দেশের মূল ভূখণ্ড থেকে প্রায় বিচ্ছিন্ন এই দ্বীপ, যার সঙ্গে বাইরের দুনিয়ার যোগাযোগ খুবই ক্ষীণ। শোনা যায়, বহু অসুখের সময়ে এই দ্বীপে পাঠানো হত মানুষকে। আর এখন, সেই দ্বীপটিই প্রায় ১৫০ জন বাসিন্দাকে নিয়ে বিপদে পড়েছে করোনা মহামারীতে। ফ্রিউল দ্বীপপুঞ্জ এখন পর্যটনের জন্য খ্যাত। গোটা দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডে যাওয়ার একটাই রাস্তা। মার্চের পর থেকে লক ডাউন থাকার কারণে সেই রাস্তা বন্ধ। ফলে পুরোপুরি বন্ধ সবরকম প্রয়োজনীয় জিনিসের জোগানও। তাই এই সময়ে সেখানকার মানুষজন খাদ্য ও অন্যান্য জরুরি সামগ্রীর সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা।